সীতাকুণ্ডে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আকাশ দাশ সৈকত চট্টগ্রামের সীতাকুণ্ডে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা মাস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড দক্ষিণ বগাচতর ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্যোগে আইয়ুব আলি মার্কেট সংলগ্ন মাঠে আট দলের অংশগ্রহণ একটি মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত টুর্নামেন্টের ফাইনাল গত বুধবার অনুষ্ঠিত হয়। ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ বাপ্পী দাশ এবং শেখ জাহেদ এবং ওয়ার্ড ছাত্রলীগের নেতাকর্মীরা। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে আইয়ুব আলি মার্কেট একাদশ ২-১ ব্যবধানে শুকতারা একাদশকে পরাজিত করে। ম্যাচ শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

 

সর্বশেষ