মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন গ্রেফতার

 

সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দল বারসাতুর সভাপতি মুহিউদ্দিন ইয়াসিনকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে এমএসিসি এক বিবৃতিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

এমএসিসি জানিয়েছে, শুক্রবার কুয়ালালামপুর আদালতে পাগোহের এমপি মুহিউদ্দিনের বিরুদ্ধে মামলা করার জন্য অ্যাটর্নি জেনারেলের চেম্বার থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

এমএসিসির বিবৃতিতে বলা হয়, মুহিউদ্দিনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হতে পারে।

এদিকে বিরোধী দল বারসাতুর ব্যাংক হিসাব জব্দ করতে এমএসিসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আইনি আবেদন জানিয়েছে দলটি। মেসার্স চেতন জেথওয়ানি অ্যান্ড কোম্পানির মাধ্যমে দলটি বুধবার হাইকোর্টে বিচারবিভাগীয় পর্যালোচনার আবেদন করে। দলটি দাবি করেছে, আইন প্রয়োগকারী এজেন্সির এই সিদ্ধান্ত একটি অসৎ উদ্দেশ্য নিয়ে করা হয়েছে।

বারাসাতুর আবেদনে এমএসিসির প্রধান কমিশনার আজম বাকি, তদন্ত বিভাগের জ্যেষ্ঠ পরিচালক হিশামুদ্দিন হাশিম, এন্টি মানি লন্ডারিং বিভাগের পরিচালক মোহাম্মদ জামরি জয়নুল আবেদিন, অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল জাইমি দাউদসহ সরকারের আরও ১৩ জন কর্মকর্তাকে বিবাদী করা হয়।

প্রসঙ্গত, মালয়েশিয়ার সরকারি তহবিলের অপব্যবহারের অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবে মাস খানেক আগে মানি লন্ডারিং, সন্ত্রাসে অর্থায়ন ও বেআইনি কার্যকলাপে অর্থায়ন আইনের আওতায় বিরোধী দল বারসাতুর অ্যাকাউন্ট জব্দ করে এমএসিসি।

এর আগে তাসেক গেলুগরের এমপি ওয়ান সাইফুল ওয়ান জানের বিরুদ্ধে ২০২২ সালে একটি বেসরকারি সংস্থাকে ২৩২ মিলিয়ন রিঙ্গিতের সেন্ট্রাল স্পাইন রোড সরকারি চুক্তি অর্জনে সহায়তা করার জন্য ৬ দশমিক ৯ মিলিয়ন রিঙ্গিত ঘুস চাওয়া এবং গ্রহণের অভিযোগ আনা হয়েছিল। সেগামবুত বারসাতু উপপ্রধান অ্যাডাম রাদলান আদম মুহাম্মদ হলেন প্রথম দুজন ব্যক্তি যিনি (জনা উইবাওয়ার) সঙ্গে জড়িত দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হন। যা প্রধানমন্ত্রী থাকাকালে মুহিউদ্দিন ইয়াসিন প্রবর্তন করেছিলেন।

সর্বশেষ