আকাশ দাশ সৈকত : চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ।
ভারতীয় তথা সারা বিশ্বের অন্যতম সেরা পেসারদের একজন জাসপ্রিত বুমরাহ। তবে চোট পিছু ছাড়ে না তার। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত চোটে ভুগিয়েছে বারবার। সর্বশেষ গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে পিঠের ইঞ্জুরি দিয়ে শুরু। এরপর একে একে মিস করেছিলেন এশিয়া কাপ এবং বিশ্বকাপের মতো বড় আসরের সাথে ভারতীয়দের হয়ে একাধিক সিরিজ। আবারো চোটে পড়েছেন এই পেসার। যার জন্য আসন্ন আইপিএলের পর এশিয়া কাপে ও খেলা হচ্ছে না তার সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালেও তাকে ছাড়া মাঠে নামবে ভারত।
সম্প্রতি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের একটি হাসপাতালে অকল্যান্ডের শল্য চিকিৎসক রোয়ান শাউটনের অধীনে বুমরাহ’র অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সফলভাবে এই অস্ত্রোপচার করা হলেও তাকে অন্তত ৬ মাস মাঠের বাইরে রাখার কথা জানিয়েছে চিকিৎসকরা। তবে যত দ্রুত সম্ভব বুমরাহকে মাঠে ফেরানোর চেষ্টা করছে ভারত। নিজেদের মাটিতে অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে তাকে দলে পাওয়াই এখন বোর্ডের মূল লক্ষ্য।
বুমরাহর চোট নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘বুমরাহ’র বিষয়ে যা বলার, সব ভারতীয় ক্রিকেট বোর্ড বলবে। হাসপাতাল কোনো বিবৃতি দেবে না।’
এইদিকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবর, বিশ্বকাপের আগে বুমরাহকে নিয়ে চাপ নিতে চায় না বিসিসিআই। তাছাড়া অস্ত্রোপচারের পর পুরোপুরি ফিট হতে তার আরো সময় লাগবে। তাই আসন্ন এশিয়া কাপ এবং টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনালে বুমরাহকে পাচ্ছে না ভারত।