মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের কোনাবাড়ি কলেজগেট এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ছেলে তার মাকে বটি দিয়ে গলায় জবাই করে হত্যা করেছে।
বুধবার (৮ মার্চ) দুপুর ১২ টার দিকে মহানগরের কোনাবাড়ি কলেজগেট এলাকার কামাল হোসেনের ভাড়া বাসা থেকে মা জোসনা বেগম (৬০) কে বটি দিয়ে গলায় জবাই করে হত্যা করেছে ছেলে। এ হত্যার ঘটনায় ছেলে সাখাওয়াত হোসেন মাসুদ (৩০) কে আটক করেছে পুলিশ।
গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘোষেরকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের স্ত্রী নিহত জোসনা বেগম (৬০)।
নিহত জোসনা বেগমের মেয়ের জামাই বজলুর রহমান বলেন, কয়েক বছর ধরে মানসিক ভারসাম্যহীন মাসুদ। তিনদিন আগে চিকিৎসার জন্য কোনাবাড়ি কলেজগেট এলাকায় আমার ভাড়া বাসায় যান শাশুড়ী। আজ সকালে মা-ভাইকে বাসায় রেখে নিজের চিকিৎসার জন্য বাসা থেকে বেরিয়ে যান। দুপুর দিকে শাশুড়ী বারান্দার সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় মাসুদ তার মাকে ডেকে ঘরে নিয়ে দরজা আটকে দেন। এক পর্যায়ে ঘরের ভেতরে মায়ের চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশিরা দরজা ঘুলতে বলে। মাসুদ দরজা খোলেনি। পরে জানালা দিয়ে খুন হওয়ার দৃশ্য দেখতে পায় প্রতিবেশিরা। পরে তারা পুলিশকে খবর দেয়। এক পর্যায়ে দরজা খুলে মাসুদ পালাতে গেলে এলাকাবাসী তাকে ধরে পুলিশে দেয়।পুলিশ ঘটনাস্থল থেকে জোসনা বেগমের গলা থেকে মাথা বিচ্ছিন্ন লাশ উদ্ধার ও পাশে থেকে রক্তমাখা বটি জব্দ করেছে।
জিএমপি’র কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে কোনাবাড়ি কলেজ গেট কামাল হোসেনের বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশ ও সিআইডির সদস্যরা যায়। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে।
লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।