মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ এর হেডকোয়ার্টার্সে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) সকালে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ এর হেডকোয়ার্টার্সে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশের পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিএমপি পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম সভাপতির বক্তব্যে বলেন, স্বাধীনতার মহান স্থপতি,বাঙালি জাতির মুক্তির মহানায়ক, আমাদের জাতি ও রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের বিভিন্ন দিক সম্পর্ক সহ ১৯৪৭, ১৯৫২, ১৯৫৬, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯, ১৯৭০, ১৯৭১ সালসহ বাঙালী জাতির যেকোন সঙ্কটের সর্বক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্ব দিয়ে বলিষ্ট ভূমিকা গ্রহণ করেছেন এসময় আলোচনা করেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ই মার্চ বলেছিলেন ‘’দাবায়া রাখতে পারবা না’’। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কে কেউ দাবায়া রাখতে পারেনি। আজ বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের মডেল হিসেবে প্রমাণিত হয়েছে।