গাজীপুরে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৪

মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরি করে বডি কিট, রং পরিবর্তন করে ক্রয়-বিক্রয়কারী চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বডি কিট,কাটা লক, নাম্বার প্লেটসহ মোটর সাইকেল খোলার সরঞ্জাম উদ্ধার করা হয়।

উল্লেখ্য গত ১৩ই ফেব্রুয়ারি আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে নগরের চান্দনা চৌরাস্তা এলাকার শাপলা ম্যানশনের সামনে থেকে Yamaha R15 একটি মোটরসাইকেল চুরি হয়। ওই চুরির ঘটনায় বাসন থানায় একটি মামলা দায়ের হয়। পরে বাসন থানার একটি টিম চোর চক্রের সদস্যকে, তথ্য প্রযুক্তি ও স্থানীয়দের সহায়তায় গত রবিবার (৫ মার্চ) কিশোরগঞ্জের নিকলী থানার টেংগুরিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে নুরু মিয়া (৩৬) কে গ্রেফতার করে।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজওয়ান আহমেদ জানান, গ্রেফতারকৃত আসামিকে সাত দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামীকে জিজ্ঞাসাবাদকালে জানা যায় সে তিন বছর যাবৎ মোটর সাইকেল চুরির সাথে জড়িত রয়েছ। আসামী আরও জানান, গ্রেফতারকৃত আসামি জানান, তিনি এছাড়াও গাজীপুর শহিদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর সামনে থেকে ১টি Yamaha Fazer, পূবাইল থেকে ১টি Hero Splendar, টাঙ্গাইল হতে Discover , উত্তরা থেকে ১টি Discover মোটরসাইকেল চুরি করে। তিনি চুরির পর চোরাই মোটর সাইকেল ব্রাহ্মণবাড়ীয়ার কসবা থানার মুসার কাছে বিক্রয় করে।

গ্রেফতারকৃত আসামি নুরু মিয়ার তথ্যের ভিত্তিতে সকালে ব্রাহ্মণবাড়ীয়ার কসবা থানা এলাকায় অভিযান চালিয়ে মুসার বাসা থেকে ৫ টি চোরাই মোটরসাইকেলের ডিজিটাল নাম্বার প্লেট,৮ টি ভাঙ্গা লক, মোটর সাইকেল এর সামনে অংশের কিট, বিভিন্ন মোটর সাইকেলের যন্ত্রাংশ, মোটরসাইকেল খোলার বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার সহ মুসা মিয়া ও আরও দুই সহযোগীকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, চক্রটি দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন এলাকা থেকে চোরাই মোটরসাইকেল ৩০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকায় ক্রয় করে বডি কিট রং পরিবর্তন করে নাম্বার প্লেট ছাড়াই বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পনিআউট গ্রামের সাইদ মিয়ার ছেলে মোঃ মুসা মিয়া (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার গোপীনাথপুর গ্রামের মো: হারুন মিয়ার ছেলে মো: শাহ আলম (৩৮) ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে মো: আরিফ (১৮)

সর্বশেষ