আকাশ দাশ সৈকত/ক্রীড়া প্রতিবেদক
আইসিসিসির ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক এবং ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার সাথে তিনজনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ স্পিনার গুদাকেশ মোতি।
ব্যাট হাতে গত মাসে বেশ দাপট ছড়িয়েছে ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দলের জয়ে রেখেছিলেন সবচেয়ে বড় অবদান। এইদিকে ইঞ্জুরি থেকে ফিরে দারুণ প্রত্যাবর্তন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ পারফরমেন্স করে ভারতকে প্রথম দুই ম্যাচ জিততে রেখেছে বড় ভূমিকা। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে সবচেয়ে বড় ভূমিকা ক্যারিবীয় স্পিনার গুদাকেশ মোতির। দুই ম্যাচের এই সিরিজে নিয়েছেন মোট ১৯টি উইকেট। তাইতো এবার আইসিসির ‘প্লেয়ার অব দ্যা মান্থ’ পুরষ্কারের জন্য মনোনীত তালিকায় জায়গা পেয়েছেন এই তিন ক্রিকেটার।
অন্যদিকে মেয়েদের তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট, ইংল্যান্ডের ন্যাট সিভার ও অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।