নবায়নযোগ্য শক্তি নিয়ে এখনই ভাবতে হবে: বশেফমুবিপ্রবি উপাচার্য

নবায়নযোগ্য শক্তি নিয়ে এখনই ভাবতে হবে: বশেফমুবিপ্রবি উপাচার্য

এস এম আল-ফাহাদ:

নবায়নযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ভাবার এবং গবেষণা করার আহ্বান জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান। সমাজকর্ম বিভাগ আয়োজিত জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সমাজকর্মে গ্রাজুয়েটদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে সেমিনার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- “শক্তির উৎস নিঃশেষ হয়ে যায় না; অল্প সময়ের মধ্যেই পুনরায় ব্যবহার করা যায়, তা-ই হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি। এ জ্বালানির উৎস হচ্ছে সৌরশক্তি, ভূ-তাপ, বায়ুপ্রবাহ, জলপ্রবাহ, সমুদ্রঢেউ, সমুদ্রতাপ, জোয়ার-ভাটা, বায়োগ্যাস, বায়োফুয়েল, আবর্জনা ইত্যাদি।

এসব উৎস আমরা কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি অনায়াসেই। বিশ্বের বিভিন্ন দেশ নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করছেও। তাতে করে খনিজ জ্বালানির ওপর চাপ কমে আসবে।বৈশ্বিক জলবায়ু পরিবর্তন থেকে পরিত্রাণ পেতে হলে এবং বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনতে হলে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরশীল হতে হবে আমাদের।”

সোমবার( ৬ই মার্চ) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. আল মামুন সরকারের সভাপতিত্বে সেমিনারে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমান, সমাজকর্মে গ্রাজুয়েটদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে মূল প্রবন্ধ প্রবন্ধ উপস্থাপন করেন ইউএনডিপির টাউন প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দুল হান্নান ।

সেমিনারে উপস্থাপনা করেন সমাজকর্ম বিভাগের প্রভাষক অলি উল্লাহ চৌধুরী, তাইয়্যেবা তাবাসসুম। এসময় উপস্থিত ছিলেন মির্জা আজম হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট ড. মোঃ সাদীকুর রহমান ইমন, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, ইইই বিভাগের চেয়ারম্যান ড. রাশেদুল ইসলাম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সুজিত রায়,সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদ আপেল, ইমরুল কবির প্রমুখ।

সর্বশেষ