মনোহরদীতে নানা অনিয়মের কারনে ৫ মুরগীর দোকানীকে ভোক্তার জরিমানা

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

ভোক্তা অধিকার সংরক্ষন মনোহরদীতে নানারকম অনিয়মের কারনে ৫ মুরগীর দোকানীকে জরিমানা করেছে।

সোমবার মনোহরদী ও চালাকচর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষন,
নরসিংদী অফিস ব্রয়লার মুরগীর দোকানসমূহে একটি অভিযান পরিচালনা করে।এতে দৃশ্যমানস্থানে মূল্য তালিকা না থাকাসহ নানা অনিয়মের কারনে মনোহরদী বাজারের সাগর ব্রয়লার,নূর পোল্ট্রি ও চালাকচর বাজারের হাসান কিচেন,আলী হোসেন পোল্ট্রি ও হোসেন পোল্ট্রিকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনাকারী ভোক্তার সহকারী পরিচালক মাহমুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তাদের
অভিযান নিয়মিত অব্যহত থাকবে।এ সময় তার সাথে ছিলেন মনোহরদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মোঃশাহনেওয়াজ।

সর্বশেষ