চিরনিদ্রায় শায়িত হলেন প্রবীণ শিক্ষাবিদ, সাংবাদিক ইকবাল সিদ্দিকী

মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর ক্যান্টনম্যান্ট এলাকার কচিকাঁচা একাডেমি, ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ, নয়নপুর এনএস আদর্শ বিদ্যালয়সহ ইকবাল সিদ্দিকি এডুকেশন সোসাইটি’র প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল, শিশু-সংগঠক, দৈনিক অবজারভার পত্রিকার গাজীপুর প্রতিনিধি (সাবেক) সাংবাদিক ও কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইকবাল সিদ্দিকী গত শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

রোববার (৫ মার্চ) বাদ জোহর কঁচি কাঁচা একাডেমি স্কুল এন্ড কলেজ সংলগ্ন মাঠে তাঁর জানাযা নামাজ সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি বঙ্গবীর কাদির সিদ্দিকী বীরউত্তম, গাজীপুর-৩ আসন (শ্রীপুর) সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, বীরমুক্তিযোদ্ধা হাবীবুর রহমান তালুকদার (বীর প্রতীক), কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, মিঠুন সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

মৃত্যুকালে মেয়ে মাটি সিদ্দিকী, স্ত্রী খালেদা সিদ্দিকী ও চার ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যান।

সর্বশেষ