গাজীপুরে মাদক ও নারীসহ চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টারঃ

গজীপুর মহানগরের গাছার ডেগেরচালা এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া স্বর্ণ ও মাদকসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ মার্চ) ভোর সাড়ে ৬ টার দিকে ডেগেরচালা এলাকা থেকে গাছা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে।

ধৃত আসামীরা হলো, ময়মনসিংহ জেলার নান্দাইলের দত্তর গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে আবু সাইদ ইসলাম সাগর (২০), শেরপুর জেলার নকলা থানার গৌড়দ্বার গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে রাহাত বাবু (২০), নকলা থানার গৌড়দ্বার গ্রামের মৃত শাহেদ আলীর মেয়ে রূপালী বেগম ওরফে শহর বানু (৪৮) ও নকলা থানার বারমাইসা গ্রামের গহর আলীর মেয়ে হুলেছা বেগম (৬৫)।

পুলিশ জানান, নগরের ৩২ নং ওয়ার্ডের বালিয়ারারের নুরুল ইসলামের বাড়ীতে চুরির ঘটনা ঘটে। এ অভিযোগে
রোববার ভোর সাড়ে ৬ টার দিকে ডেগেরচালা এলাকায় আবু সাইদ সাগর নামে একজন চোর অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গাছা থানার এসআই নাদির উজ-জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা উদ্ধার করেন। পরে তার দেওয়া স্বীকারোক্তিতে রাহাত বাবুকে ২২ পিস ইয়াবাসহ আটক করা হয়। এর পর তাদের নিয়ে অন্য আসামীদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৩টি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের গলার হার, এক জোড়া স্বর্ণের বালা ও ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি যাওয়া স্বর্ণগুলো উদ্ধার করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং পৃথক মাদক আইনে আরও একটি মামলা হয়েছে।

সর্বশেষ