মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর শ্রীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় মা-বাবা কাজে চলে যাওয়ার পর মহাসড়কে খেলতে গিয়ে গাড়ি চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার আবদার গ্রামের নিজাম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালিহার গ্রামের আব্দুল হাকিমের ছেলে নিহত মো. আব্দুর রাহিম (৭)।
নিহত শিশু মো. আব্দুর রাহিমের পিতা আব্দুল হাকিম একটি ডেকোরেটরের দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন। তার মা একই এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
স্থানীয় মো. আলফাজ উদ্দিন বলেন, রোববার সকালে বাবা-মা কাজে চলে গেলে শিশুটি বাসায় একাই ছিল। দুপুর ১২ টার দিকে সে খেলতে খেলতে ওই মহাসড়কে চলে গেলে অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অজ্ঞাত গাড়িটি ও এর চালককে শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।