গাজীপুরে ভারতীয় মালামালসহ গ্রেফতার ১

মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টারঃ

চোরাচালানের মাধ্যমে কর ফাঁকি দিয়ে ট্রেনে করে বিপুল পরিমাণ জুয়েলারি সামগ্রী শাড়ি, শার্ট, থ্রী-পিস ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য সহ একজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি)পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।

গত শনিবার (৪ মার্চ) বিকাল ৩ টার দিকে মহানগরের দেশীপাড়া এলাকার ভাওয়াল পলিটেকনিক ইনস্টিটিউট এর দক্ষিণ পাশের রেললাইনের উত্তরে ফাঁকা যায়গায় অভিযান পরিচালনা করে ট্রেন থেকে ভারতীয় বিপুল পরিমাণ জুয়েলারি সামগ্রী শাড়ি, শার্ট, থ্রী-পিস সহ একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী হলেন, ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি থানার মহেশপুর ২ নং আখানগর এক
ইউনিয়নের (মজিবর হাফেজের বাড়ির পাশের) ইমদাদুল হকের ছেলে মোবারক হোসেন (২৯)। এসময় আর ৩/৪ জন আসামী পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি’র গোয়েন্দা বিভাগের ডিবি পুলিশ মহানগরের দেশীপাড়া এলাকায় রেললাইনের উত্তরে ফাঁকা যায়গায় অভিযান পরিচালনা করে আসামীর কাছে থেকে বিভিন্ন সাইজের শার্ট ৭৫০ পিস, থ্রি-পিস ৩৮৮ পিস, শাড়ী ৮ পিস, ওড়না ৪৪ পিস, চুরি ৬০৫৬ জোড়া, জুয়েলারি গহনা নেকলেস ২৬৩৭ পিস, মাথার টিকলি ৪৭০ পিস, পায়ের নুপুর ৩৫ পিস, নাক ফুল ৮০ প্যাকেট, যার প্রতিটি প্যাকেটে গায়ে লেখা ৫০ টি করে মোট ৪০০০ পিস, আংটি ৭৬১ পিস, লোশন (রেজুভিনা) ৬টি, লোশন (হায়দ্র ভাই টাইলস), ৪ টি কালো রংয়ের ক্যাবল ১০ পিস, মেশিনারি পার্টস ১০ টি যাহার গায়ে ইংরেজিতে OLH লেখা আছে উদ্ধার করে। ভারতীয় মালামালের বর্তমান বাজার মূল্য প্রায় পঁচাশি লাখ ঊনআশি হাজার সাতশত টাকা।

গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশের গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ ইব্রাহীম বলেন, এ ঘটনায় জিএমপি’র সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ