স্টাফ রিপোর্টার:- বরিশালের আগৈলঝাড়া অফিসার্স ক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ করেছেন উপজেলার অফিসার্স বৃন্দ।
গত শুক্রবার সকালে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেনের উদ্যোগে আগৈলঝাড়া থেকে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১১টায় কুয়াকাটায় হোটেল পর্যাটনে পৌঁছান। পরে সাগরের বিচে ঘোরাঘুরি এবং সাগরের পানিতে নেমে আনন্দে মাতে উঠেন উপজেলার প্রায় ৫০ জন অফিসার।তার পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন উদ্যোগে খাবারের আয়োজন করা হয়।
তার পরে দুপুরের খাবারের শেষে মনজ্ঞো সংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে অংশগ্রহণ করেন বরিশাল ব্যান্ডের জনপ্রিয় শিল্পীরা। গানের তালে তালে মেতে উঠে উপজেলা সকল অফিসাবৃন্দ।
অনুষ্ঠানে নেচে গেয়ে মাতিয়ে তুলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার এবং উপজেলা চেয়ারম্যানের সহধর্মিনী এলিনা জাহিন।
সাংস্কৃতিক অনুষ্ঠানের পরেই শুরু হয় ঝুড়িতে বল নিক্ষেপ তার পরে শুরু হয় মূল আকর্ষণ রেফেল ড্র।
রেফেল ড্র তে ১৫ টি পুরস্কার দেওয়া হয়। এতে ভাগ্য খুলে যায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের। সে রেফেল ড্র তে প্রথম ও দ্বিতীয় পুরস্কার অর্জন করেন।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বিশেষ কারনে উপস্থিত হতে না পারলেও তার পক্ষে সকল কর্মকর্তাদের সুভ্যেনিয়ার গিফট প্রদান করেন তার সহধর্মিনী এলিনা জাহিন।
পরে সন্ধ্যা আটটায় প্রোগ্রাম শেষ করে আগৈলঝাড়ার উদ্দেশ্যে রওনা করে রাত ১টায় পৌঁছায়। একাধিক অফিসাররা জানায় এরকম ভ্রমণ করলে তাদের মন ভাল থাকবে এবং কাজের গতি বাড়বে বলে জানান।