প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

আকাশ দাশ সৈকত: ক্রীড়া প্রতিবেদক চলতি মাসের শেষ সপ্তাহে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ৩৫ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কোলনি। শক্তিশালী ফ্রান্সকে ট্রাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর ফিফা বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছিলো আলবেসেলিস্তারা। এরপর ক্লাব মৌসুমে ব্যস্ত সূচী পার করছে ফুটবলাররা। তবে আসন্ন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে দীর্ঘদিন পর আবারো জাতীয় দলের হয়ে মাঠে নামছে মেসি-ডি মারিয়ারা। যার জন্য ইতিমধ্যেই ৩৫ সদস্যের একটি দল ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কোলনি। যেখানে বিশ্বকাপ খেলা ২৬ জনের সাথে নতুন ডাক পেয়েছে ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার ম্যাক্সিমো পেরোন (২০) ও ব্রাইটন ও ইন্টার মিলানের দুই অ্যাটাকিং মিডফিল্ডার ফাকুন্ডো বুনানোত্তে (১৮) ও ভ্যালেন্টিন কারবোনি (১৭)।

এছাড়া দলে ফিরেছে মিডফিল্ডার লো সেলসো। আগামী ২৩ মার্চ বুয়েন্স আয়ার্সে আর্জেন্টিনা পানামাকে আতিথ্য দিবে। পাঁচদিন পর সান্তিয়ানো ডেল এস্তেরোতে কুরাকাওয়ের মুখোমুখি হবে। একনজরে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড়ঃ আর্জেন্টিনা স্কোয়াড : গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, গেরোনিমো রুলি, ফ্র্যাঙ্কো আরমানি। ডিফেন্ডার : হুয়ান ফয়েথ, গঞ্জালো মনটিয়েল, নাহুয়েল মোলিনা, নেহুয়েন পেরেজ, জার্মান পেজ্জেলা, ক্রিস্টিয়ান রেমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুন, লটারো ব্লাঙ্কো। মিডফিল্ডার : লিনড্রো পারেডেস, গুইডো রডরিগুয়েজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক্সিকম পেরোন, এক্সেকুয়েল পালাকিওস, রডরিগো ডি পল, ফাকুন্ডো বুনানোত্তে, থিয়াগো আলমাডা, গিওভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। ফরোয়ার্ড : অ্যাঞ্জেল ডি মারিয়া, অ্যাঞ্জেল কোরেয়া, এমিলিয়ানো বুয়েনডিয়া, ভ্যালেন্টিন কারবোনি, লিওনেল মেসি, পাওলো দিবালা, লটারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গারনাচো, নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গোমেজ।

সর্বশেষ