আকাশ দাশ সৈকত/ক্রীড়া প্রতিবেদক মরক্কোর বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচকে সামনে রেখে দল ঘোষণা করেছে ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচ র্যামন মেনেজেস। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল হারের পর ব্রাজিলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছে কোচ তিতে। তার শূন্যস্থানে একজন হাই লেভেলের কোচ নিয়োগ দিতে চেয়েছিলো ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে ক্লাব মৌসুমে ব্যস্ত সূচী হওয়ায় আসন্ন মরক্কোর বিপক্ষে ম্যাচের জন্য আপতত অনূর্ধ্ব-২০ জয়ী কোচ র্যামন মেনেজেসকের উপর অবস্থা রাখছে সিবিএফ। কোচ হিসেবে জাতীয় দলের হয়ে নিজের প্রথম ম্যাচে বেশ চমক দিয়ে দল ঘোষণা করেছে মেনেজেস। যেখানে নতুন মুখ আছে নয়টি বাদ পড়েছে নেইমার-অ্যালিসনদের মতো তারকারা। ইঞ্জুরির জন্য দলে নেই ডি সিলভা। একনজরে মরক্কোর বিপক্ষে ব্রাজিল দল! গোলকিপারঃ এডারসন, মাইকেল এবং ওয়েভারটন। ডিফন্সঃ ইভানেজ, এডার মিলিটাও, মার্কুইনহোস, রবার্ত রেনান, আর্থার, এমারসন, আলেক্স টেল্লেস, রেনান লোদি। মিডফিল্ডঃ আন্দ্রে সান্তোস, ক্যাসমিরো, জোয়াও গোমেস, লুকাস পাকুয়েতা, রাফায়েল ভেইগা। আক্রমনঃ ভিটর রোক, রনি, রিচার্লিশন, রোদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, অ্যান্থনি।