মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর জেলা আইনজীবী সমিতি (২০২৩-২০২৪) সালের জন্য এ ২২টি পদের মধ্যে সভাপতি-সাধারণ সম্পাদক সহ ২১ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্যদিকে সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে শুক্রবার (৩ মার্চ)। ভোট গণনা শেষ প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন ফারুক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. নাসির উদ্দিন ফারুক শিপন জানান, এ নির্বাচনে মোট ১ হাজার ৮৮৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮১৩ ভোটার ভোট দিয়েছেন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত বিজয়ী প্রার্থীরা হলেন সভাপতি আলহাজ মো. আহসান উদ্দিন (প্রধান), সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আলহাজ মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান (জজ), কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, লাইব্রেরি সম্পাদক মুহাম্মদ রওশন আলী, অডিটর সম্পাদক মোহাম্মদ মাহবুব হাসান, সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, ক্রীড়া সম্পাদক মো. জাকির হোসেন, মহিলা সম্পাদিকা রাবেয়া ইয়াছমিন কল্পনা। সদস্যরা হলেন—কাজী রাকিবুল ইসলাম রাকিব, খায়রুন নাহার রুমি, মো. বায়েজিদ বোস্তামী, মো. মামুনুর রশিদ (মামুন ভূইয়া), সালাহ উদ্দিন টিপু, সামছুল হক, মোহাম্মদ শাহ আলম মোল্লা, মো. সাগর আহমেদ শ্যামল, শাফিয়া সুলতানা, মনজুরুল হক এবং মোহাম্মদ আলমগীর হোসেন। সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থী হাসিনা আক্তার জাহান (বিধী) বিজয়ী হয়েছেন ।
অন্যদিকে নির্বাচনে সভাপতি পদে মো. আহছান উদ্দিন পেয়েছেন ১০২৩ ভোট এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী সহিদুজ্জামান পেয়েছেন ৭০২ ভোট। সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের মো. মিজানুর রহমান সরকার পেয়েছেন ৯৯৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ৬৯৭ ভোট। সহ-সভাপতি পদে নীল দলের হাসিনা আক্তার জাহান বীথি পেয়েছেন ৯০৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম কিবরিয়া পেয়েছেন ৮৬৮ ভোট।
গাজীপুর জেলা আইনজীবী সমিতি ভবনে নির্বাচনের
ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনার মো. নাসির উদ্দিন ফারুক শিপন জানান, নির্বাচনে টানটান উত্তেজনা থাকলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে কোন প্রকার কারচুপি হয়নি।