শুক্রবার (৩ মার্চ) ম্যাঙ্গো ড্রিংক ব্র্যান্ড স্লাইসের নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ করেছেন কিয়ারা আদভানি। ক্যাটরিনা কাইফকে প্রতিস্থাপন করেন এখন থেকে স্লাইসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। কিয়ারা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন বিজ্ঞাপনের ভিডিও পোস্ট করেছেন। নতুন বিজ্ঞাপনে হলুদ রঙের এক-কাঁধের রাফলড টপ ও ম্যাচিং স্কার্টে দেখা গেছে অভিনেত্রীকে। বিজ্ঞাপনটিতে কিয়ারার ঠোঁটের একটি ক্লোজ আপ শটও রয়েছে যা ভক্তদের ক্যাটরিনা কাইফের বিজ্ঞাপনের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। বিজ্ঞাপনটি শেয়ার করে কিয়ারা রসালো আমের স্বাদে তৈরি ‘স্লাইস ম্যাঙ্গো ড্রিংকস’ খাওয়ার আহ্বানও জানিয়েছেন সকলকে।
গত বছর ‘স্লাইস’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর পরিবর্তন করার সিদ্ধান্ত নেয় জনপ্রিয় এই ব্র্যান্ডটি। ক্যাটরিনা কাইফ দীর্ঘদিন এই ব্র্যান্ডটির অ্যাম্বাসাডর হিসেবে জনপ্রিয় মুখ ছিলেন। এবার ক্যাটরিনাকে বদলে কিয়ারাতেই আস্থা রাখছে ব্র্যান্ডটি। বর্তমান সময়ে বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেত্রী হিসেবেই কিয়ারাকে যুক্ত করেছে স্লাইস।
সূত্র: কালেরকন্ঠ