আকাশ দাশ সৈকত/বিশেষ প্রতিবেদকঃ
প্রতিবছরের ন্যায় চলতি বছর ও ৪র্থ জাতীয় বীমা দিবস ২০২৩ উদযাপন করলেন প্রগতি লাইফ ইন্সুরেন্সনের কর্মকর্তা কর্মচারীরা।
গতকাল ১লা মার্চ ৪র্থ জাতীয় বীমা দিবস ২০২৩ সারা বাংলাদেশে একযোগে পালন করা হয়। দিবসটির এইবারের প্রতিপাদ্য আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ”। এই উপলক্ষ্যে গতকাল সকাল থেকে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করেছে ইন্সুরেন্সনের
লিমিটেডের সদস্যরা।
এই উপলক্ষে গতকাল চট্টগ্রামের জেলা প্রশাসনের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসন জনাব আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন বীমা কর্পোরেশনের মহাব্যবস্থাপক জনাব নুসরাত সুলতানা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং ইন্সুরেন্সর বিভাগের সহকারী অধ্যাপক জনাব এনামুল হক। সভাপতি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় বীমা দিবস ২০২৩ এর সমন্বয়কারী জনাব শিবাশীষ চাকমা।
উক্ত অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্সুরেন্সরের হয়ে উপস্থিত ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার জনাব রাজীব বরণ চৌধুরী।