চলতি মাসে মাঠে নামছে আর্জেন্টিনা

আকাশ দাশ সৈকত/ক্রীড়া প্রতিবেদকঃ

চলতি মাসের শেষ সপ্তাহে দুইটি প্রীতি ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপের পর দীর্ঘ বিরতি শেষে আবারো মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

কাতার বিশ্বকাপের পর ক্লাবের হয়ে ব্যস্ত সময় পার করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এরই মাঝে বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্কোলনির সাথে আগামী বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)। একই সাথে চলতি মাসের শেষ সপ্তাহে দুইটি প্রীতি ম্যাচের জন্য প্রতিপক্ষও নির্ধারণ করেছে এএফএ।

এই দুটি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পানামা এবং কুরাকাও। চলতি মাসে ২৩ তারিখ পানামার বিপক্ষে ম্যাচের পর ২৬ তারিখ কুরাকাও এর বিপক্ষে মাঠে নামবে মেসি-ডি মারিয়ারা।

সর্বশেষ