বিমানবন্দর থানা পুলিশ কর্তৃক ২ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি: রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম – মোঃ এনামুল হোসেন। বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ আজিজুল হক মিঞা পিপিএম জানান, গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রি.) এএসআই মিকাঈল মোল্লা সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন মনোলোভা কাবাব এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে রাত ১১:৩০টায় তাকে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা রুজু হয়েছে।

সর্বশেষ