এমপি সহ বাংলা ভাষা পদক পেলেন ১২ জন

আকাশ দাশ সৈকত/বিশেষ প্রতিবেদকঃ

বাংলা ভাষা পদক ২০২৩ পেলেন ভয়েসবিডি ২৪.কম অনলাইন পত্রিকার নরসিংদী প্রতিনিধি সাইফুল রহমান আকন্দ নিশাদ।

মঙ্গলবার ২৮শে ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির ফয়েস নুর-নাহার মিলনায়তনে সাংবাদিকতায় তার গৌরবময় ও কৃতিত্ত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ভয়েসবিডি২৪.কম অনলাইন পত্রিকার নরসিংদী প্রতিনিধি সাইফুল রহমান আকন্দ নিশাদকে
স্বপ্নের বাংলা শিক্ষার্থী ফোরাম থেকে বাংলা ভাষা পদক ২০২৩ পুরষ্কারে ভূষিত করেছেন। এই সময় তার হাতে পুরষ্কার তুলে দেন সমাজ বিজ্ঞানী ও চট্টগ্রাম ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. মোহাম্মদ ইফতেখার উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার সানজিদ রশিদ চৌধুরী।

পুরুষ্কার পেয়ে সাংবাদিক নিশাদ বলেন,
“আলহামদুলিল্লা
এটি একটি স্বপ্ন ছিলো যা মহান আল্লাহ পূরন করে দিয়েছেন, আমি কখোনোই এটি প্রত্যাশা করতাম না কিন্তু এটি পাওয়ার জন্যে পরিশ্রম করে যেতাম।
আমি কৃতজ্ঞ। আমার এই অর্জন সকল ভাষা শহীদ, একাত্তরে দেশের জন্যে প্রাণ দেওয়া এবং এ পর্যন্ত সৎ,আদর্শবাদ কলম সৈনিক যারা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন তাদেরকে উৎসর্গ করলাম🥀”

উল্লেখ্য সাংবাদিক নিশাদ ২০০০ সালে নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে দেশের প্রথম অনলাইন নিউজ পোর্টাল বিডি নিউজ ২৪. কম পত্রিকার মধ্য দিয়ে সাংবাদিকতার জগতে আসেন।

সর্বশেষ