কুবিতে পর্দা নামলো ইন্ট্রা ইউনিভার্সিটি কালচারাল ফেস্টের

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র নাট্য সংগঠন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ও সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্ট্যান্স (সিসিডিএ) এর সার্বিক সহযোগীতায় তৃতীয়বারের মতো ইন্ট্রা ইউনিভার্সিটি কালচারাল ফেস্ট-২০২৩ এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ফ্রেবরুয়ারি) বিকেল পাঁচ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ইশতিয়াক আহমেদ ও গুলশান পারভীন সুইটির যৌথ সঞ্চালনায় চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে চূড়ান্ত পর্বে স্থান পাওয়া শিক্ষার্থীরা আধুনিক গান, লোকসংগীত, মঞ্চ নাটক, আবৃত্তি উপস্থাপন করে। এই প্রতিযোগিতায়
আধুনিক গানে কে এম ইশতিয়াক প্রথম রহমান, ঐশী ভৌমিক দ্বিতীয় , আসিফুল হাসান ও আল আরাফাত আমিন রাফি যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছে।
লোকগীতিতে ঐশী ভৌতিক প্রথম, সানু উ মারমা দ্বিতীয় এবং কে এম ইশতিয়াক রহমান তৃতীয় স্থান অর্জন করেন।আবৃত্তিতে রুবাইয়ত তাজবীন প্রথম, বিল্লাল হোসেন স্বাধীন দ্বিতীয় এবং অন্তা চাকমা তৃতীয় স্থান অর্জন করেন। এছাড়াও নৃত্যে রুমা রানী দে প্রথম, সুবর্না মোস্তফা দ্বিতীয় এবং সাদিয়া সুলতানা তৃতীয় স্থান অর্জন করেন। নাটকে চিত্রাঙ্গদা নাটকের দল প্রথম এবং গুজব নাটকের সদস্যরা দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

এরপর সংগঠনের সহ সভাপতি সাফায়িত সিফাতের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মুহাম্মদ হাবিবুর রহমান, সিসিডিএর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ লুৎফুর রহমান মুহাম্মদ লুৎফর রহমান। এছাড়াও নৃবিজ্ঞান বিভাগের সভাপতি মোহাম্মদ আইনুল হক, উদীচীর কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা জেলার সভাপতি ফরিদ উদ্দিন ও ডিস্ট্রিক্ট কালচারাল অফিসার আয়াজ মাহবুব উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, ” প্রযুক্তির উন্নয়ন আমাদের যেমন সুযোগ দিচ্ছে, সাথে সাথে অনেক চ্যালেঞ্জ নিয়ে আসছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আমাদের শিক্ষার্থীদের যোগ্য করে তুলতে হবে৷ সেজন্য আমাদের মধ্যে নিহিত গুণাবলিগুলোর চর্চা করতে হবে বিকাশ ঘটাতে হবে এবং সম্মিলিত ভাবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সেই জায়গা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এর সংগঠন গুলো বিভিন্ন কালচার প্রোগ্রাম আয়োজন করছে৷ আমাদের শিক্ষার পাশাপাশি এরকম কাজ করে নিজেদের যোগ্য রূপে তৈরি করতে হবে। এভাবেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমাদের জাতিকে নেতৃত্ব দিবে।”

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন,”কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি গর্বের জায়গা হলো আমাদের এই সাংস্কৃতিক সংগঠনের কর্মকান্ড ৷ আমি সব জায়গায় এই রকম কাজকর্মের কথা মুখ উজ্জ্বল করে বলি। এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে।

তিনি আরও বলেন, “আমাদের শিক্ষার্থীরা বাংলাদেশের যে কোন জায়গায় যাক, তারা যেন একটা মেধার সাক্ষর রাখতে পারে এবং বলতে পারে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। ইতিমধ্যেে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করছে।

থিয়েটার কুবির সভাপতি ইশতিয়াক আহমেদ সমাপনী বক্তব্যে বলেন, থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই এরকম সাংস্কৃতিক কর্মকান্ডগুলো করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমাদের সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হবে। সিসিডিএ এ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তাদের সহযোগীতায় আমরা তৃতীয় বারের মতো এই অনুষ্ঠানটি আয়োজন করছি।

সর্বশেষ