সীতাকুণ্ডে নতুন গুপ্ত তীর্থের সন্ধান

আকাশ দাশ সৈকত/ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় নতুন একটি গুপ্ত তীর্থের সন্ধান মিলেছে। যেখানে দুইটি শিব লিঙ্গ আপনা আপনি উঠেছে বলে স্থানীয়রা এই গুপ্ত তীর্থের নাম দিয়েছে হরগৌরী ও জোড়াশিব মন্দির। সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দির এবং রহস্যে ঘেরা পাতালকালী মন্দিরের পর এবার সীতাকুণ্ডে নতুন একটি গুপ্ত তীর্থের সন্ধান পাওয়া গেছে। চন্দ্রনাথ মন্দিরের পেছনের রাস্তা দিয়ে ৫০০-৬০০ ফুট নিচের দিকে গেলে এই তীর্থের সন্ধান পাওয়া যায়।গভীর অরন্যের পাশে একটি পাহাড়ি ছড়া। আর সেইখানে এই মন্দিরটি অবস্থিত। শুধু স্থানীয়রা এই মন্দিরটির সাথে বেশ পরিচিত। জানা যায় এখানে শিব সাধকরা নিজেদের প্রভুর আরাধনায় ব্যাস্ত থাকে প্রতিনিয়ত।

সর্বশেষ