রাজু, নোবিপ্রবি প্রতিনিধি দেশের জনপ্রিয় ও পাঠক নন্দিত পত্রিকা দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ ৬ বছরে পদার্পণ করতে যাচ্ছে আগামী ৬ মার্চ। গত পাঁচ বছর সফলতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে ৬ মার্চ নতুন আরেকটি বছরের সূচনা করবে প্রতিদিনের কাগজ। নতুন বছরে পদার্পণ উপলক্ষে পাঠক সমাজ, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মিডিয়া প্রিন্ট ও অনলাইন ভার্সনের জাতীয় দৈনিক পত্রিকাটির প্রধান সম্পাদক মো. খায়রুল আলম রফিক। তার নিজের ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি শুভেচ্ছা বার্তা লিখেন। স্ট্যাটাসে তিনি লিখেন, আজ থেকে ঠিক ৫ বছর আগে দৈনিক প্রতিদিনের কাগজের পথচলা শুরু হয়েছিল। এই দীর্ঘ সময়ে মুক্তিযুদ্ধের স্বপক্ষের গণমাধ্যম হিসেবে আপনাদের আস্থা এবং বিশ্বাস ছিল বলেই এতদূর আসতে পেরেছি। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।