ফুটবলে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য অনুযায়ী, ৭০০ ক্লাব গোল পেতে রোনালদোর লেগেছিল ৯৪৩ ম্যাচ। অন্যদিকে এই কীর্তি স্পর্শ করতে মেসির লেগেছে ৮৪০ ম্যাচ। অর্থ্যাৎ ১০৩ ম্যাচ কম খেলেই রোনালদোর রেকর্ড ছুঁলেন মেসি।
রবিবার রাতে মার্শেইয়ের বিপক্ষে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাস্টিস্টও করেছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা। সহজ জয়ের ফলে লিগ ওয়ানের শীর্ষস্থান আরো মজবুত হলো পিএসজির। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।
রবিবার রাতে পাওয়ার হর্স স্টেডিয়ামে আলমেরিয়ার কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। ম্যাচের ২৪তম মিনিটে একমাত্র গোলটি করেন বিলাল তুরে। লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন মালির এই ফরোয়ার্ড। ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি বার্সা।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সার টানা দ্বিতীয় হার। কদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে দলটি। সে হারের ধাক্কা সামলে নেওয়ার আগে এবার লা লিগাতেও হারল কাতালানরা।
ম্যাচের ৩৩তম মিনিটে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ব্রাজিলীয় তারকা কাসেমিরো। ৬ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হয়। আত্মঘাতী গোল করে বসেন নিউক্যাসেল ডিফেন্ডার বটম্যান। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ম্যানইউ।
এ নিয়ে ষষ্ঠবারের মতো লিগ কাপ জিতল ম্যানইউ। এর আগে সর্বশেষ ২০১৭ সালে সাউদাম্পটনকে হারিয়ে লিগ কাপের শিরোপার স্বাদ পেয়েছিল তারা। তবে লিগ কাপে সবচেয়ে সফল দল লিভারপুল, মোট নয়বার জিতেছে তারা। ম্যানইউয়ের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি আটবার এ শিরোপা জিতেছে।
সাকিব ও তামিমের বিরোধের খবর এখন প্রকাশ্যে। রবিবার মিরপুরে তামিম ইকবালের সংবাদ সম্মেলনে এসেছে সাকিবের প্রসঙ্গও। দলের অনুশীলনে সাকিবের না থাকা সর্ম্পকে তামিম বলেন, ‘পুরো সিরিজ একসঙ্গে থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি সংবাদ সম্মেলনে বলেছি, পরিবারের যদি কারো কিছু হয়, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বলেন বা পেশা, এই সবকিছুর ওপরে পরিবার। ক্রিকেট আমাদের পেশা, আমরা সবাই পেশাদার, সব ঠিক আছে। আপনারা যেখানে আছেন, নিজেদের পেশায় কাজ করেন। কিন্তু ব্যাপারটি যখন পরিবারের, দ্বিতীয় কোনো বিকল্প নেই।’ তামিম আরো বলেন, ‘আমি ঠিক নিশ্চিত নই সাকিবের পরিবারে কার কী হয়েছে। তবে পারিবারিক একটি ইস্যু আছে, সে পরিবারের সঙ্গে আছে এবং আমরা তাকে শতভাগ সমর্থন করি।
সূত্র: কালেরকন্ঠ