ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক মেসির
ফ্রেঞ্চ লিগ ওয়ানের ম্যাচে রবিবার রাতে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ও মার্শেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘরের মাঠ অরেঞ্জ ভেলোড্রম স্টেডিয়ামে ৩-০ গোলে জয় পেয়েছে পিএসজি। ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। অপর গোলটি এসেছে লিওনেল মেসির পা থেকে। এই গোলে মেসি ছুঁয়েছেন ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের মাইলফলক।

ফুটবলে দ্বিতীয় ব্যক্তি হিসেবে ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোলের কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টরি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) তথ্য অনুযায়ী, ৭০০ ক্লাব গোল পেতে রোনালদোর লেগেছিল ৯৪৩ ম্যাচ। অন্যদিকে এই কীর্তি স্পর্শ করতে মেসির লেগেছে ৮৪০ ম্যাচ। অর্থ্যাৎ ১০৩ ম্যাচ কম খেলেই রোনালদোর রেকর্ড ছুঁলেন মেসি।

মেসির ৭০০ গোলের মধ্যে বার্সেলোনার হয়ে করেছেন ৬৭২টি। বাকি ২৮টি গোল এসেছে পিএসজির জার্সিতে। আর্জেন্টিনার হয়ে মেসির রয়েছে আরো ৯৮ গোল। সবমিলিয়ে ফিফা স্বীকৃত ম্যাচে মেসির গোলসংখ্যা এখন ৭৯৮টি।

রবিবার রাতে মার্শেইয়ের বিপক্ষে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাস্টিস্টও করেছেন সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী এই তারকা। সহজ জয়ের ফলে লিগ ওয়ানের শীর্ষস্থান আরো মজবুত হলো পিএসজির। ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্শেই।

স্প্যানিশ লা লিগায় শনিবার অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ড্র করে ২ পয়েন্ট হারিয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ফলে আলমেরিয়াকে হারিয়ে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ১০- এ নিয়ে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করেছে জাভি হার্নান্দেজের দল।

রবিবার রাতে পাওয়ার হর্স স্টেডিয়ামে আলমেরিয়ার কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সেলোনা। ম্যাচের ২৪তম মিনিটে একমাত্র গোলটি করেন বিলাল তুরে। লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন মালির এই ফরোয়ার্ড। ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে রেখেও গোলের দেখা পায়নি বার্সা।

এ হারের পরও অবশ্য লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে জাভি হার্নান্দেজের দল। ২৩ ম্যাচে ১৯ জয় ও দুই হারে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে এই জয়ের পর ২৫ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে উঠে এলো আলমেরিয়া।

সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এটি বার্সার টানা দ্বিতীয় হার। কদিন আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ইউরোপা লিগ থেকে বিদায় নিয়েছে দলটি। সে হারের ধাক্কা সামলে নেওয়ার আগে এবার লা লিগাতেও হারল কাতালানরা।

২০১৬-১৭ মৌসুমের পর ফের শিরোপা জয়ের স্বাদ পেল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দল ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে লিগ কাপ বা কারাবাও কাপ জিতেছে ম্যানইউ।

ম্যাচের ৩৩তম মিনিটে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ব্রাজিলীয় তারকা কাসেমিরো। ৬ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ হয়। আত্মঘাতী গোল করে বসেন নিউক্যাসেল ডিফেন্ডার বটম্যান। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ম্যানইউ।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে উঠে নিউক্যাসল, তৈরি করে দারুণ চাপ। তবে শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারে ম্যানইউ। এতে সাবেক ডেনিশ গোলরক্ষক পিটার স্মাইকেলকে ছাড়িয়ে ক্লাবের হয়ে সর্বোচ্চ ১৮১টি ক্লিনশিট রাখলেন স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দি গিয়া। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই শিরোপা জয়ের আনন্দে মাতে এরিক টেন হাগের শিষ্যরা।

এ নিয়ে ষষ্ঠবারের মতো লিগ কাপ জিতল ম্যানইউ। এর আগে সর্বশেষ ২০১৭ সালে সাউদাম্পটনকে হারিয়ে লিগ কাপের শিরোপার স্বাদ পেয়েছিল তারা। তবে লিগ কাপে সবচেয়ে সফল দল লিভারপুল, মোট নয়বার জিতেছে তারা। ম্যানইউয়ের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি আটবার এ শিরোপা জিতেছে।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এক ম্যাচ খেলেই পারিবারিক কারণে আমেরিকায় গিয়েছিলেন সাকিব আল হাসান। সোমবার সকালে ঢাকায় পৌঁছেছেন এই অলরাউন্ডার।১ মার্চ থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ দলের অনুশীলনে সাকিব আজই যোগ দেবেন কিনা সেটি নিশ্চিত নয়। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবের দেওয়া তথ্য মতে, একটি মোবাইল কম্পানির ফেসবুক পেইজে আজ সরাসরি সংযুক্ত হওয়ার কথা রয়েছে তাঁর।

গত ১২ ফেব্রুয়ারি মিরপুরে রংপুর রাইডার্সের বিপক্ষে বিপিএলের এলিমিনেটর ম্যাচে হারের পরই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে চলে যান ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব। পাকিস্তান সফরে পেশোয়ার জালমির হয়ে মাত্র এক ম্যাচ খেলেই সাকিব চলে যান যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে।

সাকিব ও তামিমের বিরোধের খবর এখন প্রকাশ্যে। রবিবার মিরপুরে তামিম ইকবালের সংবাদ সম্মেলনে এসেছে সাকিবের প্রসঙ্গও। দলের অনুশীলনে সাকিবের না থাকা সর্ম্পকে তামিম বলেন, ‘পুরো সিরিজ একসঙ্গে থাকা খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি সংবাদ সম্মেলনে বলেছি, পরিবারের যদি কারো কিছু হয়, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ক্রিকেট বলেন বা পেশা, এই সবকিছুর ওপরে পরিবার। ক্রিকেট আমাদের পেশা, আমরা সবাই পেশাদার, সব ঠিক আছে। আপনারা যেখানে আছেন, নিজেদের পেশায় কাজ করেন। কিন্তু ব্যাপারটি যখন পরিবারের, দ্বিতীয় কোনো বিকল্প নেই।’ তামিম আরো বলেন, ‘আমি ঠিক নিশ্চিত নই সাকিবের পরিবারে কার কী হয়েছে। তবে পারিবারিক একটি ইস্যু আছে, সে পরিবারের সঙ্গে আছে এবং আমরা তাকে শতভাগ সমর্থন করি।

সূত্র: কালেরকন্ঠ

সর্বশেষ