মোঃ আরিফুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :
শার্শা উপজেলার ঐতিহ্যবাহী নাভারন ডিগ্রী কলেজ অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার (২৬শেফেব্রয়ারী ) সকালে ১১টায় অত্র নাভারন কলেজ হল রুমে কলেজ গভনিং বডির সভাপতি নির্দেশে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী বৃন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও ঐতিহ্যবাহী নাভারন ডিগ্রী কলেজের সম্মানিত সভাপতি নাজমুল হাসান
নাভারন কলেজের অধ্যক্ষ ইব্রাহীম খলিলের সভাপতিত্বে অত্র কলেজের সহকারী অধ্যাপক অসিত রঞ্জন চক্রবত্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,
নাভারণ ডিগ্রী উপাধ্যক্ষ আব্দুর রউফ, দাতা সদস্য ডাঃ আব্দুল মতালেব, গভাণিং বর্ডির সদস্য নাভারন কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক খবির আহমেদ খান, ইউপি চেয়ারম্যান কবির উদ্দিন শিক্ষানুরাগী সদস্য শাহারিয়ান আলম বাদল, অভিভাবক সদস্য শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, শার্শা ,
অনুষ্ঠানে নাভারন কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের মোট ১৫ জনকে কলেজ তহবিল থেকে এক মাসের বেতনের অর্থের পরিমান টাকা প্রদান ও মানপত্র, জায়নামাজ দিয়ে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়।
এসময় সকল কলেজের শিক্ষক ও কর্মচারীসহ সুধীজনরা উপস্থিত ছিলেন।