এরপরও কোহলিকে ব্যর্থ অধিনায়কের তকমা দেন অনেকে। যা কষ্ট দেয় ৭৪টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিককে। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পডকাস্টে কোহলি বলেন, ‘২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আমরা জিততে পারিনি। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছি, ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনাল ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছি। এরপরও লোকে আমাকে ব্যর্থ অধিনায়ক বলে। দেখুন, আমি কখনোই নিজেকে ট্রফি দিয়ে বিচার করি না।
সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। পুরোটা সময়ই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রেখেছিল রিয়াল। কিন্তু গোলের দেখা পায়নি। বিরতির পর ৬৫তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আনহেল কোররেয়া। রুডিগারকে কনুই মারায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। বিরতির সময় বদলি নেমেছিলেন আতলেতিকোর এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রতিপক্ষ ১০ জন হলেও সুবিধা নেওয়ার পরিবর্তে উল্টো গোল হজম করে রিয়াল!