‘এরপরও লোকে আমাকে ব্যর্থ অধিনায়ক বলে’
বিতর্ক আর ব্যর্থতার দায় নিয়ে বিরাট কোহলিকে নেতৃত্ব ছাড়তে হয়েছিল। পাশাপাশি নেতৃত্বের চাপে পারফর্মেন্সটাও ভালো হচ্ছিল না। অধিনায়ক হিসেবে কোহলির অর্জন খাটো করে দেখার সুযোগ নেই। সাদা পোশাকে কোহলির নেতৃত্বে খেলা ৬৮ ম্যাচের ৪০টিতেই জিতেছে ভারত। টেস্টে ভারতীয় অধিনায়কদের মধ্যে এটাই সর্বোচ্চ জয়। কোহলির অধীনে ৯৫টি ওয়ানডে খেলে ভারত জিতেছে ৬৫টি। আর টি–টোয়েন্টিতে ৫০ ম্যাচে জয় ৩০টি।

এরপরও কোহলিকে ব্যর্থ অধিনায়কের তকমা দেন অনেকে। যা কষ্ট দেয় ৭৪টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিককে। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পডকাস্টে কোহলি বলেন, ‘২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আমরা জিততে পারিনি। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে উঠেছি, ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনাল ও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছি। এরপরও লোকে আমাকে ব্যর্থ অধিনায়ক বলে। দেখুন, আমি কখনোই নিজেকে ট্রফি দিয়ে বিচার করি না।

কোহলি নিজেকে ট্রফি দিয়ে বিচার না করলেও তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি ভারতকে কোনো আইসিসি ট্রফি এনে দিতে পারেননি। এই সুপারস্টার আরও বলেন, ‘দল হিসেবে যা অর্জন করেছি, দলীয় সংস্কৃতির যে পরিবর্তন এসেছে এই সময়ে, এই বিষয়টিই গর্বের। যেকোনো টুর্নামেন্ট হয় নির্দিষ্ট কোনো একটা সময়ে, কিন্তু সংস্কৃতি গড়তে দীর্ঘ সময় লাগে। এর জন্য আপনার ধারাবাহিকতা প্রয়োজন। টুর্নামেন্টে জিততে আপনার যত দৃঢ়তা দরকার, এর জন্য আপনার তার চেয়েও বেশি দৃঢ়তা প্রয়োজন পড়ে।’

লাল কার্ডের সৌজন্যে আতলেতিকো মাদ্রিদ ১০ জনের দলে পরিণত হয়েছিল। কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টো গোল হজম করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। তারকাবহুল আক্রমণভাগ ঠিকমতো জ্বলে উঠতে না পারায় তারা সুযোগও সৃষ্টি করতে পারেনি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।

সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত লা লিগার ম্যাচটির প্রথমার্ধ ছিল গোলশূন্য। পুরোটা সময়ই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রেখেছিল রিয়াল। কিন্তু গোলের দেখা পায়নি। বিরতির পর ৬৫তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আনহেল কোররেয়া। রুডিগারকে কনুই মারায় তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। বিরতির সময় বদলি নেমেছিলেন আতলেতিকোর এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রতিপক্ষ ১০ জন হলেও সুবিধা নেওয়ার পরিবর্তে উল্টো গোল হজম করে রিয়াল!

খেলার ধারার বিপরীতে ৭৮তম মিনিটে এগিয়ে যায় আতলেতিকো। গ্রিজমানের ফ্রি কিকে সবার উঁচুতে লাফিয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন ডিফেন্ডার হিমেনেস। ৮৫ মিনিটে রিয়ালকে উদ্ধার করেন ১৮ বছর বয়সী আলভারো রদ্রিগেজ। বদলি হিসেবে নামার ৮ মিনিট পরই লুকা মদরিচের কর্নার কিক থেকে আসা বল দূরের পোস্ট দিয়ে জালে জড়িয়ে দেন উরুগুয়ে যুবদলের হয়ে খেলা এই ফরোয়ার্ড। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। ২৩ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আতলেতিকো।

সর্বশেষ