আকাশ দাশ সৈকত/ক্রীড়া প্রতিবেদক ভারতের সাবেক অধিনায়ক এবং বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির মতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ বেশ সফল দল। বিগত সিরিজগুলো থেকে মিলে তার প্রমাণ। একদিনের ক্রিকেটে তাদের বিপক্ষে শক্তিশালী প্রতিপক্ষ ও বেশ সতর্ক হয়ে মাঠে নামে। এইদিকে আগামী অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপের পরবর্তী আসর। এশিয়ার মাঠে বিশ্বকাপ হওয়ায় আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান ভারতের সাবেক অধিনায়ক এবং বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি। শুক্রবার বাংলাদেশ সফরে এসে বিসিসিআইয়ের সাবেক সভাপতি গণমাধ্যমকে বলেন, “আমি অনেক প্রত্যাশা করি। আমি কোয়ার্টার বা সেমি পর্যন্ত প্রত্যাশা করি।
একটু যদি ভাগ্য সহায় হয়, ভালো ফর্ম থাকে। বিশেষত স্পিনার ও পেস বোলারদের।” তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলতে সকালে ঢাকা এসেছে ইংল্যান্ড দল। সৌরভের আশা এই সিরিজেও ইংল্যান্ডকে হারাবে বাংলাদেশ দল। সৌরভ বলছিলেন, “বাংলাদেশ খুব ভালো দল। ৬-৭ বছর আগেও একবার ভারত এসেছিল, সেখানেও ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে পাপন ভাই বলেছিল আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন”। এইদিকে বাংলাদেশী ক্রিকেটারদের প্রশংসা করে সৌরভ বলেন, “আপনাদের এখানে ঠিকমতো খেললে ইংল্যান্ডকে হারিয়ে দেবেন। কালকেই বলেছিলাম ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয় ক্রিকেটে দেখার মতো। বোলিং, ব্যাটিং, সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের উন্নতি দেখে সবসময় ভালো লাগে।