কারওয়ান বাজারে যুবককে কুপিয়ে হত্যা

কারওয়ান বাজারে যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তের সামনে মো. ফারুক (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক পৌনে একটার দিকে এ ঘটনা ঘটে।নিহতের বন্ধু বিজয় জানায়, রাত আনুমানিক পৌনে একটার দিকে ছিট্টু, সাব্বিরসহ চার-পাঁচজন তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফারুক মাছ বাজারে কাজ করতেন। কারওয়ান বাজার মোলা বাড়ি এলাকায় স্ত্রী ফিরোজা ও এক মেয়েসহ পরিবার নিয়ে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায় বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও থানাকে অবহিত করা হয়েছে।

সর্বশেষ