আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফারুক মাছ বাজারে কাজ করতেন। কারওয়ান বাজার মোলা বাড়ি এলাকায় স্ত্রী ফিরোজা ও এক মেয়েসহ পরিবার নিয়ে থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায় বলেও জানান তিনি।
সূত্র: যুগান্তর