পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়িয়ে বিশ্বকে যে সতর্ক করল রাশিয়া

যুক্তরাষ্ট্রের সঙ্গে করা পরমাণু অস্ত্র হ্রাসকরণ চুক্তি নিউ স্টার্ট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এ ঘটনা মস্কোর জন্য বড় ধরনের ভুল বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সবাইকে আশ্বস্ত করেছেন। তার মতে, ‘নিউ স্টার্ট চুক্তি থেকে বেরিয়ে গেলেই বিশ্বে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যাবে, আমি এমনটি মনে করি না।’

স্নায়ুযুদ্ধের পর রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার অন্যতম ভিত্তি ছিল এই স্টার্ট চুক্তি। এই চুক্তির আওতায় তারা কৌশলগতভাবে পরমাণু অস্ত্রের মজুত ও উৎপাদন কমানোর বিষয়ে সম্মত হয়েছিল।সেই চুক্তি নড়বড়ে হয়ে যাওয়ায় অনেক বিশেষজ্ঞই ভয়াবহ কিছুর শঙ্কা করছেন।

সূত্র: যুগান্তর

সর্বশেষ