সাড়া ফেলেছে জ্যোতির নতুন ছবিগুলো

৩ / ১১
নাটকে অভিনয় নিয়ে জ্যোতি আরও বলেন, ‘অবশ্য গল্প, চরিত্র ,পরিচালক সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে বলেই কাজটা করা। সিনেমার ফাঁকে শিডিউলও মিলে গেছে। ২৬/৫২ পর্বের এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ এক চরিত্র, যা আমার কাছে একদমই নতুন! এমন টাইপের চরিত্রে আমি কখনো অভিনয় করিনি।’

নাটকে অভিনয় নিয়ে জ্যোতি আরও বলেন, ‘অবশ্য গল্প, চরিত্র ,পরিচালক সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে বলেই কাজটা করা। সিনেমার ফাঁকে শিডিউলও মিলে গেছে। ২৬/৫২ পর্বের এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ এক চরিত্র, যা আমার কাছে একদমই নতুন! এমন টাইপের চরিত্রে আমি কখনো অভিনয় করিনি।’
ছবি : ফেসবুক থেকে নেওয়া

৪ / ১১
জ্যোতিকা জ্যোতি অভিনীত নাটকটির নাম ‘এপার ওপার’। অভিনেত্রী জানিয়েছেন, পারভেজ আমিন পরিচালিত নাটকটি শিগগিরই বিটিভিতে প্রচারিত হবে

জ্যোতিকা জ্যোতি অভিনীত নাটকটির নাম ‘এপার ওপার’। অভিনেত্রী জানিয়েছেন, পারভেজ আমিন পরিচালিত নাটকটি শিগগিরই বিটিভিতে প্রচারিত হবে
ছবি : ফেসবুক থেকে নেওয়া

৫ / ১১
এপার ওপার’ ধারাবাহিকে কল্পনা শিকদার চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, যে কিনা গ্রামের ভবিষ্যৎ মোড়ল।

এপার ওপার’ ধারাবাহিকে কল্পনা শিকদার চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, যে কিনা গ্রামের ভবিষ্যৎ মোড়ল।
ছবি : ফেসবুক থেকে নেওয়া

৬ / ১১
নাটক ছাড়াও অভিনেত্রী জানিয়েছেন নতুন সিনেমার খবর। তাঁর অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। একটি নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, অন্যটি সাইফুল ইসলামের ‘অনাবৃত’

নাটক ছাড়াও অভিনেত্রী জানিয়েছেন নতুন সিনেমার খবর। তাঁর অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। একটি নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, অন্যটি সাইফুল ইসলামের ‘অনাবৃত’
ছবি : ফেসবুক থেকে নেওয়া

৭ / ১১
এ ছাড়া বছর দুয়েক আগে শুরু হওয়া হোসনে মোবারকের চলচ্চিত্র ‘অন্ত্যেষ্টিক্রিয়া’র শুটিং চলছে

এ ছাড়া বছর দুয়েক আগে শুরু হওয়া হোসনে মোবারকের চলচ্চিত্র ‘অন্ত্যেষ্টিক্রিয়া’র শুটিং চলছে
ছবি : ফেসবুক থেকে নেওয়া

৮ / ১১
. গত সপ্তাহে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিকা জ্যোতি জানিয়েছিলেন, শিগগিরই নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। একটি সরকারি অনুদানের, অন্যটি আওয়াল চৌধুরী পরিচালিত ‘আগুনের পাখি’

. গত সপ্তাহে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিকা জ্যোতি জানিয়েছিলেন, শিগগিরই নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। একটি সরকারি অনুদানের, অন্যটি আওয়াল চৌধুরী পরিচালিত ‘আগুনের পাখি’
ছবি : ফেসবুক থেকে নেওয়া

৯ / ১১
অনুদানের চলচ্চিত্রটির শুটিং আগামী মাসে শুরু হবে, তবে নাম এখনই বলতে চাননি জ্যোতি

অনুদানের চলচ্চিত্রটির শুটিং আগামী মাসে শুরু হবে, তবে নাম এখনই বলতে চাননি জ্যোতি
ছবি : ফেসবুক থেকে নেওয়া

১০ / ১১
চলচ্চিত্রে অভিনয় নিয়ে জ্যোতির ভাষ্য, ‘চলচ্চিত্রে অভিনয়ের আনন্দই আলাদা। চ্যালেঞ্জিং চরিত্র হলে তো কথাই নেই। তাই তো শুরু থেকে ভিন্নধর্মী চরিত্রে চলচ্চিত্রের পর্দায় নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছি। কেন জানি মনে হয়, পরিচালকেরাও আমাকে নতুন ধরনের গল্পে ভেবেছেন, না হলে সুন্দর সব চরিত্রের অংশ হতে পারতাম না। কয়েক বছর ধরে নাটক ও টেলিছবির অভিনয়ও তাই কমিয়ে দিয়েছি। নিজেকে প্রতিনিয়ত বড় পর্দার ভালো মানের কাজের অংশ করতে চাই।’

চলচ্চিত্রে অভিনয় নিয়ে জ্যোতির ভাষ্য, ‘চলচ্চিত্রে অভিনয়ের আনন্দই আলাদা। চ্যালেঞ্জিং চরিত্র হলে তো কথাই নেই। তাই তো শুরু থেকে ভিন্নধর্মী চরিত্রে চলচ্চিত্রের পর্দায় নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছি। কেন জানি মনে হয়, পরিচালকেরাও আমাকে নতুন ধরনের গল্পে ভেবেছেন, না হলে সুন্দর সব চরিত্রের অংশ হতে পারতাম না। কয়েক বছর ধরে নাটক ও টেলিছবির অভিনয়ও তাই কমিয়ে দিয়েছি। নিজেকে প্রতিনিয়ত বড় পর্দার ভালো মানের কাজের অংশ করতে চাই।’
ছবি : ফেসবুক থেকে নেওয়া

১১ / ১১
জ্যোতিকা জ্যোতি জানিয়েছেন, শিগগিরই তাঁকে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে

জ্যোতিকা জ্যোতি জানিয়েছেন, শিগগিরই তাঁকে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে
ছবি : ফেসবুক থেকে নেওয়া

সর্বশেষ