মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের সংযোগ সড়ক ও রাস্তা প্রসস্থ করণ সহ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বাসন হক মার্কেট নতুন বাজার সংযোগ সড়ক হতে বাসন নেকিপাড়া জামে মসজিদ পর্যন্ত ৫৭০ মিটার রাস্তা, ২০ ফিট প্রসস্থ করণ ও ১৮০০ ফিট কার্পেটিং রাস্তা নির্মাণ কাজে প্রায় এক কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে সংযোগ সড়ক ও প্রসস্থ করণ সহ কার্পেটিং রাস্তা নির্মাণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে নগরের ১৪ নং ওয়ার্ডের বাসন হক মার্কেট এলাকায় সংযোগ সড়ক ও প্রসস্থ করণ সহ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
গাজীপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে মেসার্স লুইনা ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের সহযোগিতায় বাসন হক মার্কেট নতুন বাজার সংযোগ সড়ক হতে বাসন নেকিপাড়া জামে মসজিদ পর্যন্ত প্রসস্থ করণ সহ কার্পেটিং রাস্তা নির্মাণ কাজ করা হয়েছে।
গাজীপুর মহানগরের ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ। এ সময় অন্যদের মধ্যে ছিলেন, গাজীপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক এস এম আলতাফ হোসেন, চ্যানেল ২৪ এর সাংবাদিক জিএম ফয়সাল, সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শোয়েব আল আসাদ মনির, ১৩,১৪ ও ১৫ নং ওয়ার্ড সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর লিপি চৌধুরী মনি, ১৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান রিপন ও ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক সহ ঠিকাদারগন উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, আমাদের ছেলে মেয়েরা স্কুল-কলেজে যাওয়ার সময় প্রায়ই দূর্ঘটনার শিকার হতো, আজ আমরা রাস্তার বেহালদশা থেকে পাকা রাস্তায় হাঁটতে পাড়ছি, এটা আমাদের সৌভাগ্য।
রাস্তা উদ্বোধন নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আসাদুর রহমান কিরণ বলেন, রাস্তা নির্মাণে দুপাশে জমি দিয়ে যাঁরা সহযোগিতা করেছেন এবং আপনাদের সহযোগিতায় রাস্তা নির্মাণ কাজ করতে পেরেছি তাদের সবাইকে ধন্যবাদ জানাই।
রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে নামফলক উন্মোচনের মধ্যে দিয়ে দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।