স্টাফ রিপোর্টার:-
বরিশালের আগৈলঝাড়ায় পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ৬২তম বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ও পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সাবেক সভাপতি জয়নাল আবেদন মিয়া।
বৃহস্পতিবার বিকালে পয়সা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সভাপতি ও সেচ্ছাসেবী লীগের সভাপতি ফিরোজ সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈই,সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাস।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার,জেলা পরিষদের সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার,আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক রেমন ভুইয়া,শ্রম বিষয়ক সম্পাদক সবুজন আকন,উপজেলা আওয়ামীলীগ সহ-দপ্তর সম্পাদক প্রদীপ লাহরী উজ্জল,সাবেক ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান আজাদ সেরনিয়াবাত, ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইক, সাবেক ছাত্রলীগ নেতা পিযুস বাড়ৈ,কৃষক লিগের সাংগঠনিক সম্পাদক আনিচ সেরনিয়াবাত, বাকাল ইউনিয়ন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম,যুবলীগ নেতা ফাইজুল সেরনিয়াবাত,ছাত্রলীগ নেতা সঞ্জয় কুমার বাড়ৈসহ অন্যানরা।
অতিথিরা বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরনসহ এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া ১৩ জন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করে তাদের সংবর্ধনা দেওয়া হয়।