পু‌লিশ কর্মকর্তা জয়নুল আবেদীনের ‘মনকবি মিউজিক কথা ও সুর’ সঙ্গীত গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন:ডিএমপি কমিশনার

পু‌লিশ কর্মকর্তা জয়নুল আবেদীনের ‘মনকবি মিউজিক কথা ও সুর’ সঙ্গীত গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন:ডিএমপি কমিশনার

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি: অমর একুশে বইমেলায় পু‌লিশ কর্মকর্তা জয়নুল আবেদীনের ‘মনকবি মিউজিক কথা ও সুর’ সঙ্গীত গ্রন্থের ১ম খন্ডের মোড়ক উন্মোচিত হয়েছে। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগে উপ-পু‌লিশ ক‌মিশনার হিসেবে কর্মরত আছেন। তিনি একজন গীতিকবি। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি ২০২৩) বিকাল ৫টায় বাংলা একাডেমির সৈয়দ ওয়ালিউল্লাহ সভাগৃহে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনা প্রতিষ্ঠান গ্রাফোসম্যান পাবলিকেশন গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও কন্ঠশিল্পী রফিকুল আলম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)।প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম বলেন, আমার সহকর্মী ট্রাফিক রমনার উপ-পু‌লিশ ক‌মিশনার জয়নুল আবেদীন সারাদিন ট্রাফিক নিয়ে কাজ করে, গাড়ি সম্পর্কে ভালো ধারণা রাখেন, তার সম্পর্কে এতটুকু জানতাম। বইয়ের মোড়ক উন্মোচনের দাওয়াত দেওয়ার সময় জানি, তিনি একজন লেখক। তিনি প্রবন্ধ, কবিতা ও গান লিখেছেন। তিনি একজন সব্যসাচী লেখক। তিনি আরো বলেন, পুলিশের চাকরি করে লেখক হিসেবে অনেকে জনপ্রিয় হয়েছেন। তবে গীতিকার হিসেবে প্রথম জয়নুল আবেদীন গীতিকাব্য লিখেছেন। যা সম্পূর্ণ একটি ব্যতিক্রম উদ্যোগ। পুলিশের চাকরি করে বই পড়াই কষ্টকর, আর তিনি বই লিখেছেন, কতটা মেধা ও ধৈর্য থাকলে এটা সম্ভব। আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে আমার একজন সহকর্মীর এই ধরনের পারদর্শিতায় আমি গর্বিত। আমি তাকে সাধুবাদ জানাই।

আশা করি তিনি তাঁর এই লেখার ধারা ভবিষ্যতে অব্যাহত রাখবেন। ‘মনকবি মিউজিক কথা ও সুর’ সঙ্গীত গ্রন্থের উপর আলোকপাতকালে বীর মুক্তিযোদ্ধা ও কন্ঠশিল্পী রফিকুল আলম বলেন, পু‌লিশ কর্মকর্তা জয়নুল আবেদীনের এটি একটি অসাধারণ বই। এই বইটি ছাপানোর আগে বইয়ের একটি কপি আমাকে দিয়েছিলেন। তার সব কয়টি গান পড়ে আমি সত্যিই অভিভূত হয়ে গিয়েছিলাম। তার সব কয়টি গান সত্যিকার অর্থেই এক একটি কবিতা। তিনি আরো বলেন, যারা সকালবেলা উঠে পাঁচ কেজি ওজনের জুতার ফিতা বেঁধে ভীতিকর একটা পোষাক পরে বের হন, আর যাই হোক তার মুখ থেকে কাব্য বের হওয়ার কথা নয়। সেই দিক থেকে জয়নুল আবেদীন একটা অসাধারণ কাজ করেছেন। কবিতা ও গীতিকবিতার মধ্যে সম্পর্ক রক্ষা করতে পেরেছেন। তার গানগুলোর মধ্যে আধ্যাত্মিকতার ছোঁয়া পেয়েছে।

নুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থটির লেখক পু‌লিশ কর্মকর্তা গীতিকবি জয়নুল আবেদীন। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); প্রফেসর ড. আইনুল ইসলাম, অর্থনীতি বিভাগ ও সভাপতি শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ অর্থনীতি সমিতি বক্তব্য রাখেন। এছাড়াও এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার ও বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এরপর মনকবি মিউজিক কর্তৃক এক মনোজ্ঞ সংগীত পরিবেশনার আয়োজন করা হয়।

সর্বশেষ