ভোজেশ্বর ইউনিয়ন শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত

ভোজেশ্বর ইউনিয়ন শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়ার ভোজেশ্বর ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নড়িয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল হক মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্কাস ছৈয়ালের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহণ করেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপদেষ্টা মাসুক আলী দেওয়ার দেওয়ান, সহ-সভাপতি আলাউদ্দিন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মাস্টার শাহআলম, ভোজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান জাহাঙ্গীর।
সম্মেলনে সাগর খানকে সভাপতি ও চঞ্চল তালুকদারকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি ঘোষণা করা হয়।

সর্বশেষ