ডব্লিউপিএল নিলামে দল পায়নি বাংলাদেশের কেউ

আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদক প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া নারী আইপিএল নিলামে দল পায়নি কোন বাংলাদেশী ক্রিকেটার। পুরুষদের পাশাপাশি এবার নারী আইপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। আগাম ৪ মার্চ থেকে শুরু হতে যাওয়া এই মেঘা আসরের জন্য সোমবার মুম্বাইয়ে বসেছিল মেগা নিলাম। আগেই জানা গিয়েছিল ৯ বাংলাদেশি ক্রিকেটার আছেন নিলামে। তবে দল পাননি তাদের কেউই। নিলামে বাংলাদেশি পেসার জাহানারা আলম টপ অর্ডার ব্যাটার স্বর্ণা আক্তার জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং অলরাউন্ডার সালমা খাতুনদের নাম নিলামে উঠলেও তাদের দলে নিতে আগ্রহ দেখায়নি পাঁচ ফ্র্যাঞ্চাইজির কেউই। এইদিকে নিলামে সবচেয়ে বেশি দামি ক্রিকেটার ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানা। ৩ কোটি ৪০ লাখ ভারতীয় রুপিতে তাকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। অন্যদিকে বিদেশি কোটায় সবচেয়ে বেশি দাম উঠেছে অস্ট্রেলিয়ার অ্যাশলে গাটনার। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে গুজরাট জায়ান্ট।

 

সর্বশেষ