মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বিশেষ কৌশলগত উপদেষ্টা ও দেশটির পররাষ্ট্র দফতরের কাউন্সেলর (আন্ডার-সেক্রেটারি) ডেরেক শোলে দুই দিনের সফরে ঢাকা আসছেন আজ। ডেরেক শোলের এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। তার এই সফর দুদেশের সম্পর্ককে ‘আরও শক্তিশালী’ করতে ভূমিকা রাখবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।