অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা, যানচলাচলে বিঘ্ন

মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার: নাসিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাজরিনের পদত্যাগের দাবিতে মহানগরের সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের যানচলাচল। রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সালনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা সালনা নাসিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাজরিন পদত্যাগ না করা পর্যন্ত রাস্তা থেকে আমরা যাবো না। তিনি আমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেন।

কোনো শিক্ষার্থীর বেতন এক মাস বাকি থাকলে ক্লাস থেকে বের করে দেন তিনি। কোনো অভিযোগ নিয়ে গেলে সমাধান করেন না। অভিভাবকদের সঙ্গেও খারাপ ব্যবহার করেন ওই অধ্যক্ষ। স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা অধ্যক্ষের বিষয়ে অভিযোগ করলেও কোনো প্রতিকার পাইনি। এজন্য বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করেছি। তার বিষয়ে বা স্কুল কলেজের কোনো অভিযোগ করলেই তিনি রুমে ডেকে নিয়ে আমাদের অপমান করেন।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) মো. আসাদুজ্জামান বলেন, ‘সালনা এলাকার নাসিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করেছেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে জেলা, হাইওয়ে ও ট্রাফিক পুলিশ রয়েছে। আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’ এবিষয়ে নাসিরুদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাজরিনের সঙ্গে যোগাযোগ করতে চাইলেও তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোন বন্ধ রয়েছে।

সর্বশেষ