আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে শঙ্কা

আকাশ দাশ /ক্রীড়া প্রতিবেদক আগামী মে মাসে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখনো অনিশ্চিত বাংলাদেশ ক্রিকেট দলের। আগামী মার্চে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সাথে একটি টেস্ট ম্যাচ খেলতে ঢাকায় পা রাখার কথা আয়ারল্যান্ড ক্রিকেট দলের। এরপর আগামী মে মাসে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ। তবে বৃষ্টির সম্ভবনা থাকার কারণে ওয়ানডে সিরিজটি প্রতিবেশী বেশি রাষ্ট্র ইংল্যান্ডে সরিয়ে নিলেও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে এখনো কোন তথ্য জানায়নি আইরিশ ক্রিকেট বোর্ড। ফলে সফরে ওয়ানডে খেললেও টি-টোয়েন্টি সিরিজ বাতিল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘এটা তো ওদের হোম সিরিজ। সুতরাং ভেন্যু কোথায় হবে সেটা ওরাই ঠিক করবে। ওয়ানডে তিনটা ইংল্যান্ডে হবে, যেটা আয়ারল্যান্ডে হওয়ার কথা ছিল।’ তিনি আরো বলেন, ‘টি-টোয়েন্টি এখনও চূড়ান্ত নয়। এটা এখনও কনফার্ম করেনি তারা, হবে কি হবে না। নাও হতে পারে। এ রকমও হতে পারে টি-টোয়েন্টির সূচিটা তারা পরে দিতে চাচ্ছে।

সর্বশেষ