বেনাপোলে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ আরিফুল ইসলাম , বেনাপোল প্রতিনিধি : সাংবাদিক একটি মহান পেশা। তাই এই পেশায় নিয়োজিত সকল সাংবাদিক’কে একই বৃক্ষের ছায়া তলে আনার অনবদ্য এক প্রচেষ্টার নাম জাতীয় সাংবাদিক সংস্থা। আর সেই সংস্থাটি দেখতে দেখতে আজ ৩৯ বছরে পদার্পণ করেছে। সারা দেশের মতো দেশের বৃহত্তর স্থল বন্দর যশোরের শার্শা উপজেলা কমিটির নিজেস্ব অফিসে কেক কাটার মাধ্যমে পালন করেছে দিনটি। রবিবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টার সময় আনন্দ উল্লাসের মাধ্যমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিলের সভাপত্বিতে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় I সভাপতি মোঃ এইচএম আবুল বাশার, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, জয়েন্ট সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাবু , সাংগঠনিক সম্পাদক- , মোঃ শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক, শেখ মফিজুর রহমানসহ সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সাংবাদিক উপস্তিত ছিলেন ৷ সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন বিশ্বাস বলেন, অন্যায়ের সাথে আপোষ নয় বরং ন্যায়কে সাথে নিয়ে সমাজের বাস্তব চিত্রগুলো তুলে ধরে দেশ ও দশের উন্নয়নে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বলেন, জাতীয় সাংবাদিক সংস্থার মতো এমন একটা সংস্থায় আসতে পেয়ে ধন্য আমি ধন্য সাংবাদিকতা। সাংবাদিকদের কলম কখনো কারো কাছে মাথা নত করে না। সত্যের সন্ধানে প্রতিটি সাংবাদিকই অপ্রতিদ্বন্দ্বী লড়াকু সৈনিক। আর এই সৈনিকদের বিপদে আপদে সর্বদা পাশে থাকার জন্য একটা সংগঠনের প্রয়োজন ছিল, আজ সেই প্রয়োজন মেটাতে আমরা এক হয়েছি জাতীয় সাংবাদিক সংস্থা’র ছায়াতলে এসে। দেখতে দেখতে ৪২ বছরে পদার্পনে করলো এই সংস্থাটি। শুভ কামনা সংস্থাটির, সেই সাথে জাতীয় সাংবাদিক সংস্থা’র সকল সাংবাদিক ভাইদের সুন্দর জীবন ও সাফল্য কামনা করছি।

সর্বশেষ