ঢাকার বুকে একখন্ড মাগুরা’ এর নবগঠিত কমিটির সৌজন্যে স্বাক্ষাৎ করেন সংসদ সদস্য মাগুরা-২

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি: মাগুরা -২ আসনের সংসদ সদস্য এডভোকেট শ্রী বীরেন সিকদার এর সাথে সৌজন্যে স্বাক্ষাৎ। গতকাল বেলা এগারো টায় জাতীয় সংসদ ভবনে মাগুরা-২ আসনের সংসদ সদস্য জননেতা এডভোকেট শ্রী বীরেন সিকদার এর সাথে “ঢাকার বুকে একখন্ড মাগুরা -ঢাবুএমা ” এর নবগঠিত কমিটির এক সৌজন্যে স্বাক্ষাৎ করে ফুলের তোড়া উপহার দেয়। ঢাবুএমা কে এমপি স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন। এডভোকেট শ্রী বীরেন সিকদার এমপি মাগুরার উন্নয়নে যে ভালো কাজের সাথে থাকেন এবং ঢাবুএমা কে সম্ভব সব ধরনের সহায়তা করবেন বলে আশ্বস্ত করেন।

তিনি নবগঠিত কমিটিতে দলবল নির্বিশেষে সকল মত-পথের লোকজন কে নিয়ে কাজ করার আহবান জানান। তিনি উপস্থিত সবাই কে চা-নাস্তা খাইয়ে আপ্যায়ন করেন। এ সময় নবগঠিত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন ঢাবুএমা সভাপতি মোঃ মির্জা সাইফুর রহমান সমাচার, সহসভাপতি আরিফ রেজা চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ অহিদুল ইসলাম অহিদ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ এম,আই কানন,অর্থ সম্পাদক মোঃ মনির হোসেন, সমাজ কল্যান সম্পাদক ওমর ফারুক, শিক্ষা বিষয়ক সম্পাদক জনাব মোঃ, মহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক সঙ্গীতা বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শুভ সাহা,প্রচার বিষয়ক সম্পাদক কৌশিক আহমেদ,সহ-প্রচার বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান সুমন কার্যনির্বাহী সদস্য মোঃ শাহিন হোসেন, সহ আরও অনেকে। একই দিনে বিকাল ৫ঘটিকায় ফকরুদ্দিন রেস্টুডেন্ট (দ্বিতীয় তলায়) বেইলি রোডে,কার্যনির্বাহী সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে ঢাকার বুকে একখন্ড মাগুরার সভাপতি-সাধারণ সম্পাদকসহ সবাই উপস্থিত ছিলেন।

সর্বশেষ