আকাশ দাশ/ক্রীড়া প্রতিবেদক টাইগারদের সহকারী কোচ হচ্ছে না সাবেক ভারতীয় ক্রিকেটার শ্রীধরণ শ্রীরাম। দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের কোচ হয়ে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে। এরপর শুরু করবেন সাকিব-তামিমদের সাথে অনুশীলনে। তবে তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভাবনায় হাথুরুসিংহের সাথে একজন সহকারী কোচ নিয়োগের। যার জন্য ইতিমধ্যে উপমহাদেশের পাঁচ জন কোচের ছোট তালিকা ও করেছে বিসিবি।
যে জায়গায় সবচেয়ে এগিয়ে গেল এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সাথে টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ করা ভারতীয় শ্রীরাম। সেই ভারতীয় কোচের নামই সবচেয়ে জোরেশোরে শোনা যাচ্ছিল। তবে সেটি আপাতত হচ্ছে না বলেই ইঙ্গিত দিয়েছেন বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎারে তিনি জানিয়েছেন, শর্তের সাথে না মেলায় তাকে পাওয়ার সম্ভাবনা কম। মূলত শ্রীরাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে চুক্তিবদ্ধ আছেন আইপিএলে। যার ফলে ফুল টাইম হিসেবে পাওয়া যাবে না। এই প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, ‘শ্রীরামকে পাওয়ার সুযোগ কম। কারণ, সে অ্যাভেইলেবল নয়। মূলত সে বিসিবির শর্তে আগ্রহী নয়।