আজ রবিবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন বিকেল ৪টার মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র দাখিল করতে হবে। আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। পরদিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
জাতীয় সংসদে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে এ দলের পক্ষ থেকে যাঁকে মনোনয়ন দেওয়া হবে, তিনিই একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন।গত ৭ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সংসদীয় দলের সভা থেকে রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়। সংসদের বিরোধী দল এ নির্বাচনে প্রার্থী দিচ্ছে না।
রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা অনুসারে প্রার্থীর নাম, প্রার্থীর পিতা বা স্বামীর নাম ও ঠিকানা উল্লেখ করে একজন সংসদ সদস্য মনোনয়নপত্রের প্রস্তাবক হবেন। প্রস্তাবের সমর্থক হিসেবেও একজন সংসদ সদস্যের সই লাগবে। এ ক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রস্তাবক হতে পারেন বলে গুঞ্জন রয়েছে। এ ছাড়া প্রার্থী নিজে তাঁর নাম ও ঠিকানা উল্লেখ করে ‘সংবিধান ও প্রচলিত আইন অনুযায়ী আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার অযোগ্য নই’—এই ঘোষণায় সই করবেন।
সূত্র: কালেরকন্ঠ