আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২২তম রাষ্ট্রপতি। এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হবে আজ বিকাল ৪টায়। ফলে আজ স্পষ্ট হয়ে যাবে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। নির্বাচন কমিশন জানিয়েছে, গতকাল পর্যন্ত কেউ রাষ্ট্রপতি পদে নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেননি। তফসিল অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সময়ের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনে ‘নির্বাচনী কর্তা’র (প্রধান নির্বাচন কমিশনার) কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা যাবে; মনোনয়নপত্র পরীক্ষা হবে কাল ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের সময় ১৪ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র নিয়ে আজ সকাল ৯টায় ইসিতে যাবে আওয়ামী লীগের প্রতিনিধি দল। এতে নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।