তিনবছরের চুক্তিতে ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলোত্তি

আকাশ দাশ: ক্রীড়া প্রতিবেদক তিন বছরের চুক্তিতে ব্রাজিলের কোচ হচ্ছেন সাবেক ইতালিয়ান তারকা ফুটবলার এবং বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ আনচেলোত্তি। কাতার বিশ্বকাপে ব্যর্থতার দায় স্বীকার করে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব ছেড়েছিলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার তিতে। তার শূন্যতায় দীর্ঘমেয়াদি একজন ভিনদেশি কোচের হাতে দায়িত্ব দিতে চায় ব্রাজিল ফুটবল ফেডারেশন্স। যেখানে সবচেয়ে এগিয়ে বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ আনচেলোত্তি। তবে বারবার সিবিএফের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিলেও অবশেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সাথে চুক্তি করতে রাজি এই ইতালিয়ান। গ্লোবো সহ বেশ কিছু গনমাধ্যম আগেই জানিয়েছিল যে, আনচেলোত্তি ব্রাজিলের কোচ হতে রাজি হয়েছেন। তবে এবার ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, আনচেলত্তি ব্রাজিলকে হ্যা বলেছেন এবং তিন বছরের চুক্তিতে রাজি হয়েছেন। জানা যায়, ২০২৩ সালের জুনে তিনি ব্রাজিলের কোচ হিসেবে আসবেন আনচেলোত্তি। থাকবেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

সর্বশেষ