মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের শ্রীপুর উপজেলায় সংবাদের তথ্য সংগ্রহ করার সময় এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবির কে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসীরা। শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামে গত মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে এ হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে আহত সাংবাদিককে চিকিৎসা দেন। এ ঘটনায় রাতেই থানায় মামলা দায়ের করেছে আহত ওই সাংবাদিক আরিফ খান আবির। গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবির কে কুপিয়ে গুরুতর জখম করেছে এ ঘটনায় আসামীদেরকে গ্রেপ্তার করতে পারেনি শ্রীপুর থানা পুলিশ। হামলায় অভিযুক্ত জজ মিয়া গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
এ হামলায় তার সঙ্গে অজ্ঞাত আরও ছয়জন সন্ত্রাসী অংশ নেন। সাংবাদিক আরিফ খান আবির বলেন, জজ মিয়া তার আপন সহোদর ছোট ভাই খলিল মিয়াসহ স্থানীয় ৩ জনকে গরুর চুরির অপবাদ দিয়ে মামলায় ফাঁসায়। এ ঘটনায় পুলিশ চুরির কোন তথ্য প্রমাণ না পাওয়ায় অভিযোগ থেকে তাদের অব্যাহতি দেয়। এ ধরণের ঘটনায় স্থায়ীরা প্রতিবাদ জানালে সেই সংবাদ সংগ্রহের সময় এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরকে কুপিয়ে গুরুতর জখম করে একদল সন্ত্রাসীরা। ঘটনার রাতেই মূল অভিযুক্ত জজ মিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শ্রীপুর থানায় মামলা করা হলে গা ডাকা দেয় অভিযুক্ত সকল সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, ঘটনার পরই মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানান।