গাজীপুরে আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে

মেহেদী হাসান শাহীন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। রাজধানীর ল্যাব এইড হাসপাতালের চিকিৎসক ডা. নাজনীন ও তার গৃহপরিচারিকা পারুল হত্যার ঘটনায় তার ভাগ্নে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মো: আমিনুল ইসলামের ফাঁসি কার্যকর করা হয়েছে। গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট- ২এ রাত ১০ টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যু কার্যকর করা হয়। নওগাঁ পত্নীতলা থানার আকবরপুর গ্রামের চাঁন মোহাম্মদ মন্ডলের ছেলে মো: আমিনুল ইসলাম (৪২) এর ফাঁসি কার্যকর করা হয়েছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেল সুপার জানান, ২০০৫ সালের ৭ মার্চ হাসপাতাল থেকে বাসায় ফেরার পর চিকিৎসক ড. নাজনীন কে কুপিয়ে হত্যা করে ভাগ্নে আমিনুল। পারুল নামের এক গৃহকর্মী তা দেখে ফেলায় তাকে কুপিয়ে হত্যা করে সে। এরপর সে বগুড়ায় চলে যায়। সেখান থেকে ফরিদপুরে। কয়েকদিন পর পুলিশ তাকে গ্রেফতার করে। ধানমন্ডি থানায় দায়েরকৃত হত্যা মামলা ২০০৮ সালে ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসামিকে মৃত্যুদণ্ড দেয়। ২০১৩ সালে হাইকোর্টে ওই রায় বহাল রাখে। কারাগার সূত্রে জানা গেছে, আমিনুল ইসলামকে ২০০৮ সালে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। তার বিরুদ্ধে ধানমন্ডি থানার মামলা নং- ২৪(০৩)০৫ ধারা- ৩০২ ছিল। বৃহস্পতিবার রাত ১০ টা ১ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়েছে। এসময় সেখানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সিভিল সার্জন খায়রুজ্জামান, জেলা এডিএম হুমায়ুন কবির, এসিসি রেজুয়ান আহম্মেদ, সদর জোনের এসি ফাহিম আহমেদ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আমিরুল ইসলাম বলেন, কারা আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ