মোঃ আরিফুল ইসলাম , বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর বাজার কমিটির গণ মিটিং এর আয়োজন করেন ৷ সিনিয়ার সহ-সভাপতি ,মনির হোসেন মিন্টুর সভাপত্বিতে বাৎসরিক গণ মিটিং শুরু হয় ৷ শনিবার ( ১১ ফেব্রয়ারী ) সকাল ১১টার সময় অনুষ্ঠান শুরু হয় ৷ প্রধান অতিথী উপস্তিত ছিলেন , চেয়ারম্যান ৪নং বেনাপোল ইউনিয়ন পরিষদ ,আলহাজ্ব বজলুর রহমান , বিশেষ অতিথী উপস্তিত ছিলেন ,পোর্টথানা অফিসার ইনচার্জ জনাব মোঃ কামাল ভুইয়া বাজার কমিটিং সভাপতি – সাধারণ সম্পাদক উপদেষ্ঠা মন্ডলীসহ বাজারের সকল ব্যবসায়ী উপস্তিত ছিলেন ৷ বিশেষ অতিথীর বক্তব্য বলেন , কাগজপুকুর বাজারের সকল ব্যবসায়ী মন খুলে ব্যবসা করবেন ৷ কাউকে চাঁদা দেবেন না , কাউকে ভয় পাবেন না , মাদক , জঙ্গী ,সন্ত্রাসী , চোরাচালানী বাল্য বিবাহসহ নানা অপরাধ থেকে বিরত থাকবেন, কোন প্রকার সমস্যা হলে বেনাপোল পোর্টথানাকে অবহিত করবেন|