‘আমি কারও সঙ্গে নেই বালুই আমার সঙ্গী’

 

২ / ১০
সঙ্গে কে? এমন প্রশ্নে ভাবনা বললেন, ‘আমি কারও সঙ্গে নেই। বালুই আমার সঙ্গী।’

সঙ্গে কে? এমন প্রশ্নে ভাবনা বললেন, ‘আমি কারও সঙ্গে নেই। বালুই আমার সঙ্গী।’
ছবি: সংগৃহীত

৩ / ১০
সূর্যাস্ত উপভোগ করছেন ভাবনা।

সূর্যাস্ত উপভোগ করছেন ভাবনা।
ছবি: সংগৃহীত

৪ / ১০
ভাবনা বললেন, ‘আমার কিছুটা নীরবে ঘুরতে ভালো লাগে। বালুর মধ্যে দারুণ সময় কাটছিল। মুহূর্তটা স্মরণীয় করে রাখতে বালুতেই শুয়ে পড়েছি।’

ভাবনা বললেন, ‘আমার কিছুটা নীরবে ঘুরতে ভালো লাগে। বালুর মধ্যে দারুণ সময় কাটছিল। মুহূর্তটা স্মরণীয় করে রাখতে বালুতেই শুয়ে পড়েছি।’
ছবি: সংগৃহীত

৫ / ১০
ভাবনার লেখা ‘ডানপন্থী কবিতারা’ এবার বইমেলা উপলক্ষে প্রকাশ পেয়েছে। ঘোরাঘুরি শেষে ১১ ফেব্রুয়ারি যোগ দেবেন বইমেলায়।

ভাবনার লেখা ‘ডানপন্থী কবিতারা’ এবার বইমেলা উপলক্ষে প্রকাশ পেয়েছে। ঘোরাঘুরি শেষে ১১ ফেব্রুয়ারি যোগ দেবেন বইমেলায়।
ছবি: সংগৃহীত

৬ / ১০
ভাবনা নাম লিখিয়েছেন একটি ওয়েব সিরিজে। সেই সিরিজে অভিনয়ের জন্য কিছুটা বিরতি দিচ্ছেন। সেই ফাঁকে সমুদ্রসৈকতে সূর্যের সঙ্গে মিতালি।

ভাবনা নাম লিখিয়েছেন একটি ওয়েব সিরিজে। সেই সিরিজে অভিনয়ের জন্য কিছুটা বিরতি দিচ্ছেন। সেই ফাঁকে সমুদ্রসৈকতে সূর্যের সঙ্গে মিতালি।
ছবি: সংগৃহীত

৭ / ১০
‘সমুদ্র দেখলেই আমি সবার আগে ছুটে যাই পানির কাছে। পানিতে পা ভেজাই। এটা আমার শৈশবের অভ্যাস,’ বলেন ভাবনা।

‘সমুদ্র দেখলেই আমি সবার আগে ছুটে যাই পানির কাছে। পানিতে পা ভেজাই। এটা আমার শৈশবের অভ্যাস,’ বলেন ভাবনা।
ছবি: সংগৃহীত

৮ / ১০
সমুদ্রে নেমে খুশিতে আত্মহারা এই ‘ভয়ংকর সুন্দর’ অভিনেত্রী। এই আনন্দের ভ্রমণ শেষ হচ্ছে শুক্রবার।

সমুদ্রে নেমে খুশিতে আত্মহারা এই ‘ভয়ংকর সুন্দর’ অভিনেত্রী। এই আনন্দের ভ্রমণ শেষ হচ্ছে শুক্রবার।
ছবি: সংগৃহীত

৯ / ১০
সকালে সমুদ্র স্নানে ভাবনা। খালি পায়েই নেমে পড়লেন পানিতে।

সকালে সমুদ্র স্নানে ভাবনা। খালি পায়েই নেমে পড়লেন পানিতে।
ছবি: সংগৃহীত

১০ / ১০
ভাবনা সম্প্রতি শেষ করেছেন ওয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’ ও সিনেমা ‘যাপিত জীবন’–এর শুটিং। কক্সবাজার থেকে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন ডাবিং নিয়ে।

ভাবনা সম্প্রতি শেষ করেছেন ওয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’ ও সিনেমা ‘যাপিত জীবন’–এর শুটিং। কক্সবাজার থেকে ফিরেই ব্যস্ত হয়ে পড়বেন ডাবিং নিয়ে। 
ছবি: সংগৃহীত

সর্বশেষ